ঢাকা, বৃহস্পতিবার, ২৭ অগ্রহায়ণ ১৪৩১, ১২ ডিসেম্বর ২০২৪, ০৯ জমাদিউস সানি ১৪৪৬

বিনোদন

ধারাবাহিক নাটকে শাহতাজ

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭২৫ ঘণ্টা, অক্টোবর ১৬, ২০১৬
ধারাবাহিক নাটকে শাহতাজ শাহতাজ মনিরা হাশেম

ছোটপর্দার এ সময়ের মডেল-অভিনেত্রী ও গায়িকা শাহতাজ মনিরা হাশেম প্রথমবার ধারাবাহিকে অভিনয় করছেন। ‘হিং টিং ছট’ নামের নাটকটির কাজ চলছে থাইল্যান্ডের পাতায়ায়।

শনিবার (১৫ অক্টোবর) থাইল্যান্ডে গিয়ে পৌঁছান শাহতাজ। প্রথমবার ধারাবাহিক নাটকে অভিনয় নিয়ে বাংলানিউজের কাছে উচ্ছ্বাস প্রকাশ করেছেন তিনি। এতে তাকে দেখা যাবে হিয়া চরিত্রে। তিনি বললেন, ‘ধারাবাহিক বলে যে আলাদা কিছু মনে হচ্ছে তা না। তবে আগামীতে নিয়মিত ধারাবাহিকে কাজ করবো কি-না নিশ্চিত নই। ’

‘হিং টিং ছট’ ধারাবাহিকে আরও অভিনয় করছেন তারিক আনাম খান, তানিয়া আহমেদ, সাজু খাদেম, ফারহানা মিলি, তৌসিফ মাহবুব, শবনম ফারিয়া, সিয়াম আহমেদ, লুৎফুন্নাহার আশা ও আরফান আহমেদ। এটি লিখেছেন ও পরিচালনা করছেন রাজিবুল ইসলাম রাজিব।

শাহতাজ ঢাকায় ফিরবেন আগামী ২৮ অক্টোবর। নাটক, টেলিছবি, বিজ্ঞাপনচিত্র, মিউজিক ভিডিওতে কাজ করে নজর কেড়েছেন তিনি। গত ঈদে গানচিল থেকে প্রকাশিত হয় তার গাওয়া ‘উড়ে যাই’ গানের ভিডিও।

বাংলাদেশ সময়: ১৬১৯ ঘণ্টা, অক্টোবর ১৬, ২০১৬
জেএমএস/জেএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।