ঢাকা, বৃহস্পতিবার, ২৭ অগ্রহায়ণ ১৪৩১, ১২ ডিসেম্বর ২০২৪, ০৯ জমাদিউস সানি ১৪৪৬

বিনোদন

শীতে ‘ভয়ঙ্কর সুন্দর’

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৩১ ঘণ্টা, অক্টোবর ১৬, ২০১৬
শীতে ‘ভয়ঙ্কর সুন্দর’ ‘ভয়ঙ্কর সুন্দর’ ছবিতে ভাবনা ও পরমব্রত চট্টোপাধ্যায়

অনিমেষ আইচ পরিচালিত ‘ভয়ঙ্কর সুন্দর’ মুক্তি পাবে আগামী বছরের গোড়ার দিকে। এরই মধ্যে ছবিটির অনলাইন প্রচারণা শুরু হয়েছে।

দুটি পোস্টারও পোস্ট করেছেন তিনি। প্রথম পোস্টারের সঙ্গে ঘোষণায় বলেছেন, ‘এই শীতে আসছি, আমার নতুন সিনেমা নিয়ে। ’

‘ভয়ঙ্কর সুন্দর’ নিয়ে কথা হলো অনিমেষের সঙ্গে। তিনি বাংলানিউজকে বললেন, ‘জানুয়ারি অথবা ফেব্রুয়ারিতে ছবিটি মুক্তি দেবো। তার আগে আমরা ঢাকঢোল পিটিয়ে অফিসিয়াল পোস্টার, গান ও ট্রেলার ছাড়বো। চলতি মাসেই ছবিটি সেন্সর বোর্ডে জমা দিতে পারবো বলে আশা করছি। ’

ভারতীয় লেখক মতি নন্দীর ‘জলের ঘূর্ণি ও বকবক শব্দ’ অবলম্বনে তৈরি হয়েছে ছবিটির চিত্রনাট্য। এতে অভিনয় করেছেন ভারতীয় অভিনেতা পরমব্রত চট্টোপাধ্যায়। এবারই প্রথম বাংলাদেশের ছবিতে দেখা যাবে তাকে।

‘ভয়ঙ্কর সুন্দর’-এর মাধ্যমে বড়পর্দায় অভিষেক হচ্ছে ভাবনার। এতে আরও অভিনয় করেছেন সৈয়দ হাসান ইমাম, ফারহানা মিঠু, দিহান, অ্যালেন শুভ্র, ফারুক আহমেদ, লুৎফর রহমান জর্জ প্রমুখ।

গত বছর মুক্তি পায় অনিমেষ আইচ পরিচালিত প্রথম ছবি ‘জিরো ডিগ্রী’। ‘ভয়ঙ্কর সুন্দর’ হবে তার দ্বিতীয় চলচ্চিত্র। এ ছাড়া ‘না মানুষ’ নামে আরেকটি ছবির তিনি শুরু করেছিলেন।

বাংলাদেশ সময়: ১৪২০ ঘণ্টা, অক্টোবর ১৬, ২০১৬
জেএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।