ঢাকা, বৃহস্পতিবার, ২৭ অগ্রহায়ণ ১৪৩১, ১২ ডিসেম্বর ২০২৪, ০৯ জমাদিউস সানি ১৪৪৬

বিনোদন

অস্ট্রেলিয়ায় জুয়েল আইচের জাদু

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২৪১ ঘণ্টা, অক্টোবর ১৬, ২০১৬
অস্ট্রেলিয়ায় জুয়েল আইচের জাদু জুয়েল আইচ

অস্ট্রেলিয়ায় জাদু দেখাতে যাচ্ছেন জুয়েল আইচ। সোমবার (১৭ অক্টোবর) দলবল নিয়ে রওনা দেবেন বিশ্বনন্দিত এই জাদু শিল্পী।

সিডনির অরিয়ন থিয়েটারে আগামী ২৩ অক্টোবর ও ৫ নভেম্বর অনুষ্ঠিত হবে তার একক জাদুর প্রদর্শনী।

এ ছাড়া ক্যানবেরার বার্গম্যান থিয়েটারে জুয়েল আইচ জাদু প্রদর্শন করবেন আগামী ২৯ অক্টোবর। এগুলোর আয়োজন করেছে অস্ট্রেলিয়ার বাঙালিদের সামাজিক ও সাংস্কৃতিক গঠন সিডনির একুশে একাডেমি।

সিডনি ও ক্যানবেরার অনুষ্ঠান শেষে আগামী ৭ নভেম্বর সিঙ্গাপুর যাবেন জুয়েল আইচ। সেখানে নিজের ছাত্র জাদুশিল্পী জেরেমি পেইকে সময় দেবেন তিনি। জেরেমি মস্তিষ্কে রক্তক্ষরণজনিত রোগে ভুগছেন। আগামী ১১ নভেম্বর জুয়েল আইচের দেশে ফেরার কথা।

বাংলাদেশ সময়: ১২৩৫ ঘণ্টা, অক্টোবর ১৬, ২০১৬
জেএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।