ঢাকা, বৃহস্পতিবার, ২৭ অগ্রহায়ণ ১৪৩১, ১২ ডিসেম্বর ২০২৪, ০৯ জমাদিউস সানি ১৪৪৬

বিনোদন

অনেকদিন পর র‌্যাম্পে নুসরাত ফারিয়া

জনি হক, স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১৫৬ ঘণ্টা, অক্টোবর ১৫, ২০১৬
অনেকদিন পর র‌্যাম্পে নুসরাত ফারিয়া নুসরাত ফারিয়া, ছবি: নূর-বাংলানিউজটোয়েন্টিফোর.কম

‘শেষ কবে র‌্যাম্পে হেঁটেছি মনেই নেই! প্রায় তিন বছর তো হবেই’- বলছিলেন উপস্থাপিকা-চিত্রনায়িকা নুসরাত ফারিয়া। শনিবার (১৫ অক্টোবর) রাতে ঢাকার রেডিসন ব্লু ওয়াটার গার্ডেন হোটেলের গ্র্যান্ড বলরুমে ক্যাটওয়াক করেছেন তিনি।

চুলের যত্নের পণ্য সানসিল্কের নতুন চারটি মোড়ক ও অনলাইন প্ল্যাটফর্ম ‘অল থিংস হেয়ার’-এর আনুষ্ঠানিক যাত্রার জমকালো আয়োজনে ছিলো র‌্যাম্প মডেলদের পায়চারি। মোড়কগুলো হলো কালো, গোলাপি, বেগুণি ও সোনালি রঙের। এই চার রঙা পোশাক পরে মঞ্চে ক্যাটওয়াক করেন র‌্যাম্পের চেনা মডেলরা।

কালো গাউনে সেজে শোস্টপার হিসেবে মঞ্চে আসেন নুসরাত ফারিয়া। তখন আমন্ত্রিত অতিথিদের মধ্যে শুরু হলো হর্ষধ্বনি। মঞ্চে আসার আগে মঞ্চের পেছন থেকে মাইক্রোফোনে উপস্থাপিকা নাবিলা তাকে পরিচয় করিয়ে দেন ‘বাংলাদেশের চলচ্চিত্র শিল্পের অভিনেত্রী’ হিসেবে। অতিথিরা করতালিতে সিক্ত করেন তাকে। ক্যাটওয়াক শেষে যাওয়ার আগে সবার প্রতি ভালোবাসার চুম্বন উড়িয়ে দেন তিনি।

র‌্যাম্পে হাঁটা প্রসঙ্গে নুসরাত ফারিয়া বাংলানিউজকে বললেন, ‘আসলে আবার ক্যাটওয়াক করবো ভাবিনি। সবশ্রেণীর মেয়েরা চুলের যত্নের জন্য সানসিল্কের ওপর নির্ভর করে। তাছাড়া কালো রঙের পোশাক দেওয়া হচ্ছে আমাকে। সবকিছু শুনে কাজটি করতে রাজি হলাম। এখন তো সবাই প্রশংসা করছে। ’

গত বছর ‘আশিকী’ ছবির মাধ্যমে বড়পর্দায় অভিষেক হয় নুসরাত ফারিয়ার। এ বছর মুক্তি তার ‘হিরো ৪২০’ ও ‘বাদশা-দ্য ডন’। এখন তিনি অভিনয় করছেন ‘প্রেমী ও প্রেমী’ এবং ‘ধ্যাৎতেরিকি’ নামের পৃথক দুটি ছবিতে।

ডিজে হিসেবে বিনোদন অঙ্গনে পরিচিতি পান নুসরাত ফারিয়া। আরটিভির ‘ঠিক বলছেন তো’ অনুষ্ঠানের মাধ্যমে প্রথম টিভিতে উপস্থাপনায় আসেন তিনি। কয়েকটি বিজ্ঞাপনচিত্রেও দেখা গেছে তাকে।

বাংলাদেশ সময়: ২১৩৭ ঘণ্টা, অক্টোবর ১৫, ২০১৬
জেএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।