ঢাকা, বৃহস্পতিবার, ২৭ অগ্রহায়ণ ১৪৩১, ১২ ডিসেম্বর ২০২৪, ০৯ জমাদিউস সানি ১৪৪৬

বিনোদন

কক্সবাজারে চার দিন পাওলি

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮৩৫ ঘণ্টা, অক্টোবর ১৫, ২০১৬
কক্সবাজারে চার দিন পাওলি

আবার বাংলাদেশে এলেন ভারতীয় অভিনেত্রী পাওলি দাম। শুক্রবার (১৪ অক্টোবর) তিনি ঢাকায় এসে পৌঁছান।

হাসিবুর রেজা কল্লোল পরিচালিত ‘সত্তা’ ছবির শেষ ধাপের কাজ করতেই তার আসা।

শনিবার (১৫ অক্টোবর) কক্সবাজার গেছেন পাওলি। এদিন উড়োজাহাজে চড়ে দুপুর ১টায় সেখানে পৌঁছান ৩৬ বছর বয়সী এই তারকা। ছবিটিতে তিনি অভিনয় করছেন ঢালিউড সুপারস্টার শাকিব খানের সঙ্গে।

কক্সবাজার পৌঁছে হোটেলের ব্যালকনি থেকে তোলা একটি ছবি টুইটারে পোস্ট করেছেন পাওলি। তারও আগে বিমানবন্দরে তোলা সেলফি পোস্ট করেন তিনি। এর ক্যাপশনে লিখেছেন, ‘বাংলাদেশে সত্তা ছবির শুটিংয়ের জন্য পথিমধ্যে। ’

পরিচালক কল্লোল জন্মদিন শনিবার। দুপুরে বাংলানিউজকে তিনি বলেন, ‘ফ্লাইট দেরি হওয়ায় কক্সবাজার আসতে একটু দেরি হয়ে গেছে। অসুবিধা নেই। ঠিকভাবে সম্পন্ন করতে পারলে কক্সবাজারে শাকিব খান ও পাওলি দামের কাজ শেষ হবে আশা আছে। ’

এদিন সায়মন বিচে ‘সত্তা’র একটি গানের চিত্রায়ন হচ্ছে। ‘অনেক কথার ভিড়ে অনেক কোলাহলে’ শিরোনামের গানটি গেয়েছেন বাপ্পা মজুমদার ও কনা। ‘আমি তোকে ছুঁতে চাই হাতে কিংবা অজুহাতে’ গানের চিত্রায়নও হবে কক্সবাজারে। এটি দ্বৈত কণ্ঠে গেয়েছেন সামিনা চৌধুরী ও বাপ্পা মজুমদার।

দুটি গানের কথা লিখেছেন পরিচালক কল্লোল। নৃত্য পরিচালনা করছেন মাসুম বাবুল। ছবিটির সব গানের সুর ও সংগীত বাপ্পা মজুমদারের। এতে নগরবাউল জেমস এবং ফোকসম্রাজ্ঞী মমতাজেরও একটি করে গান আছে।

কক্সবাজারে শাকিবের সঙ্গে চারদিন কাজ করবেন পাওলি। তারা ঢাকায় ফিরবেন ১৯ অক্টোবর। এর পরদিন কলকাতায় ফিরে যাবেন তিনি। ‘সত্তা’র আগে গৌতম ঘোষ পরিচালিত দুই বাংলার যৌথ প্রযোজনায় ‘মনের মানুষ’ ছবিতে অভিনয় করেন পাওলি।

আরও পড়ুন>>>
* হালকা শীতে পাওলি কাঁপন

বাংলাদেশ সময়: ১৭১১ ঘণ্টা, অক্টোবর ১৫, ২০১৬
জেএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।