ঢাকা, বৃহস্পতিবার, ২৭ অগ্রহায়ণ ১৪৩১, ১২ ডিসেম্বর ২০২৪, ০৯ জমাদিউস সানি ১৪৪৬

বিনোদন

‘পরিবর্তন’-এ বিপ্লব

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫০৩ ঘণ্টা, অক্টোবর ১৫, ২০১৬
‘পরিবর্তন’-এ বিপ্লব (বাঁ থেকে) আনজাম মাসুদ ও বিপ্লব

বিটিভির নিয়মিত বিনোদনমূলক ম্যাগাজিন অনুষ্ঠান ‘পরিবর্তন’-এর পঞ্চম পর্বে নিজের ব্যান্ড প্রমিথিউসকে নিয়ে সংগীত পরিবেশন করলেন বিপ্লব। এর কথা এমন- ‘কাফনের কাপড়ে পকেট থাকে না, যতোই কামাও টাকাকড়ি সঙ্গে যাবে না’।

সম্প্রতি অনুষ্ঠানের চিত্রায়নে অংশ নেন তিনি।

‘পরিবর্তন’-এর পরিকল্পনা, গ্রন্থনা, উপস্থাপনা ও নির্দেশনায় আনজাম মাসুদ। তিনি জানান, এবার ময়মনসিংহ গীতিকার মহুয়া পালার একটি গান করেছে নকশিকাঁথা ব্যান্ড। জাহিদ বাশার পংকজের সংগীতায়োজনে রাধারমণের একটি গান গেয়েছেন এ সময়ের লোকসংগীত শিল্পী আশিক।

সমাজের সমসাময়িক ঘটনাবলি ও নানা অসঙ্গতি ও ত্রুটিবিচ্যুতি নিয়ে রচিত ব্যাঙ্গাত্মক ও হাস্যরসাত্মক বিভিন্ন নাট্যাংশে অভিনয় করেছেন সুজাত শিমুল, দিলু খান, মামুনুল হক টুটু, আফরোজা হাসান, মিঠু, তমাল মাহবুব, হায়দার আলী, আজাদ, মনা সিদ্দিক হৃদয়, আকবর হোসেন, ফারুক মল্লিক, মামুন, আপেল, নয়ন, আশরাফ কবির, জাহাঙ্গীর, হাসন ইমাম, সারোয়ার, ঝর্ণা ইসলাম, পাপড়ি, চঞ্চল সৈকত, গাজী রোকন, উত্তম, জসিম উদ্দিন, শাহীন খান, বিনয় ভদ্র প্রমুখ।

মিলনায়তনে উপস্থিত দর্শকদের মধ্য থেকে নির্বাচিত তিনজনকে নিয়ে রয়েছে মজার পর্ব। ‘পরিবর্তন’ প্রচার হবে রোববার (১৬ অক্টোবর) রাত ১০টার ইংরেজি সংবাদের পর। প্রযোজনায় মো. সরওয়ার মিয়া।

বাংলাদেশ সময়: ১৪৫৭ ঘণ্টা, অক্টোবর ১৫, ২০১৬
জেএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।