ঢাকা, বৃহস্পতিবার, ২৭ অগ্রহায়ণ ১৪৩১, ১২ ডিসেম্বর ২০২৪, ০৯ জমাদিউস সানি ১৪৪৬

বিনোদন

বিলবোর্ডের ওম্যান অব দ্য ইয়ার ম্যাডোনা

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৪৭ ঘণ্টা, অক্টোবর ১৫, ২০১৬
বিলবোর্ডের ওম্যান অব দ্য ইয়ার ম্যাডোনা

চলতি বছর বিলবোর্ডের ওম্যান অব দ্য ইয়ার পুরস্কার পাচ্ছেন মার্কিন পপসম্রাজ্ঞী ম্যাডোনা। আগামী ৯ ডিসেম্বর নিউইয়র্ক সিটিতে বিলবোর্ড ওম্যান ইন মিউজিকের ১১তম আসরে তার হাতে এ সম্মাননা প্রদান করা হবে।

দ্য হলিউড রিপোর্টার-বিলবোর্ড মিডিয়া গ্রুপের প্রধান সৃজনশীল কর্মকর্তা জেনিস মিন বলেছেন, ‘যাদের প্রভাব ও কর্মজীবন সংগীতকে ছাপিয়ে গেছে, তেমন স্বল্পসংখ্যক শিল্পীদের মধ্যে ম্যাডোনা অন্যতম। সৃষ্টিশীল দৃষ্টিভঙ্গি, নিরন্তর নতুন প্রথা উদ্ভাবন ও জনদরদি মনোভাবের সুবাদে তিনি বিশ্বজুড়ে কোটি কোটি মানুষের অনুপ্রেরণা। এখনও তার ক্যারিয়ার ফাটাফাটি। ’

যোগ করে জেনিস মিন আরও বলেন, ‘ম্যাডোনা প্রথম সারির গুরুত্বপূর্ণ নারীবাদীদের মধ্যেও অন্যতম। নিজের প্রভাব কাজে লাগিয়ে নারী, লিঙ্গ ও সমঅধিকারের বিষয়ে পরিবর্তনে ভূমিকা রাখছেন। ’

সংগীত সফর থেকে সর্বকালের সবচেয়ে বেশি আয়ের গায়িকা ম্যাডোনা। গত মার্চে সমাপ্ত হওয়া ‘রেবেল হার্ট ট্যুর’-এর মাধ্যমে এই কীর্তি গড়েছেন তিনি। ১০ লাখ টিকিট বিক্রি থেকে সাতবার গ্র্যামীজয়ী এই তারকার ঘরে এসেছে ১৭ কোটি মার্কিন ডলার।

সবচেয়ে বেশি বিক্রি হওয়া অ্যালবাম ও গানের গায়িকাও ম্যাডোনাই। বিলবোর্ড টু হান্ড্রেড চার্টের এক নম্বরে স্থান পেয়েছে ৫৮ বছর বয়সী এই শিল্পীর আটটি অ্যালবাম। আর শীর্ষ দশে ছিলো ২১টি অ্যালবাম। এ ছাড়া বিলবোর্ড হট হান্ড্রেড চার্টে ১২বার তার গান এক নম্বরে এসেছে। এ চার্টের শীর্ষ দশে স্থান পাওয়া রেকর্ডসংখ্যক ৩৮টি গানের শিল্পী তিনি।

বাংলাদেশ সময়: ১৪৩৩ ঘণ্টা, অক্টোবর ১৫, ২০১৬
জেএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।