ঢাকা, বৃহস্পতিবার, ২৭ অগ্রহায়ণ ১৪৩১, ১২ ডিসেম্বর ২০২৪, ০৯ জমাদিউস সানি ১৪৪৬

বিনোদন

ঐশ্বরিয়ার ২০ মিনিট

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪১১ ঘণ্টা, অক্টোবর ১৫, ২০১৬
ঐশ্বরিয়ার ২০ মিনিট ঐশ্বরিয়া রাই বচ্চন

পাকিস্তানি অভিনেতা ফাওয়াদ খানই শুধু নন, করণ জোহর পরিচালিত ‘অ্যায় দিল হ্যায় মুশকিল’-এর যাবতীয় প্রচারণামূলক অনুষ্ঠান থেকে দূরে থাকার সিদ্ধান্ত নিয়েছেন প্রাক্তন বিশ্বসুন্দরী ঐশ্বরিয়া রাই বচ্চনও। তবে ছবিটিতে তিনি পাকিস্তানি নারীর ভূমিকায় অভিনয় করেছেন বলে নয়, এর চেয়েও বড় ব্যাপার হলো তার চরিত্রের দৈর্ঘ্য।

বলিউড হাঙ্গামাকে একটি সূত্র জানিয়েছে, ‘অ্যায় দিল হ্যায় মুশকিল’ ছবিতে সব মিলিয়ে ২০ মিনিট দেখা যাবে অ্যাশকে। ফাওয়াদের আরও কম! উভয়ের চরিত্রকেই বলা হচ্ছে তুলনামূলকভাবে বেশিক্ষণ স্থায়ী হওয়া অতিথির।

‘অ্যায় দিল হ্যায় মুশকিল’ আগাগোড়া রণবীর কাপুর ও আনুশকা শর্মা জুটির ছবি। তবুও করণ জোহরের কারণে এতে কাজ করতে সম্মতি জানিয়েছেন ঐশ্বরিয়া। তার ঘনিষ্ঠ একটি সূত্র জানায়, এর আগে তাদের একসঙ্গে কাজ করার কথা ইচ্ছা থাকলেও হচ্ছিলো না।

অভিষেক বচ্চনের সঙ্গে বাগদানের পর করণের প্রযোজনায় ‘দোস্তানা’য় চুক্তিবদ্ধ হয়েছিলেন ঐশ্বরিয়া। চিত্রনাট্য অনুযায়ী অভিষেককে বাদ দিয়ে ববি দেওলের বাহুডোরে যেতে হতো তাকে। কিন্তু তার মনে হয়েছে, দর্শকের কাছে এটা অস্বাভাবিক ঠেকবে। এ কারণে তিনি সরে যান।

করণ জোহরের কাছ থেকে আরও কয়েকবার ডাক পেলেও সাড়া দেননি ঐশ্বরিয়া। এবার ‘অ্যায় দিল হ্যায় মুশকিল’ ছবিতে কাজ করার প্রস্তাব দুটি কারণে ফিরিয়ে দেননি ৪২ বছর বয়সী এই তারকা।

প্রথমত, আগে বেশ কয়েকবার কাজ হতে হতেও হয়নি। দ্বিতীয়ত, নিজের চরিত্রটি তার পছন্দ হয়েছে। এতে তাকে দেখা যাবে সৃজনশীল নারী সাবা তালিয়ার খানের ভূমিকায়। নিজের ভাগ্য যে নিজেই গড়ে।

এদিকে ভারতের চলচ্চিত্র প্রদর্শক সমিতি পাকিস্তানি শিল্পী আছেন এমন ছবিগুলোকে নিষিদ্ধ করেছে। সিনেমা ওনার্স এক্সহিবিটরস অ্যাসোসিয়েশন অব ইন্ডিয়ার সভাপতি নিতিন দাতার জানান, দেশপ্রেমের চেতনা থেকে দেশের স্বার্থে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

এ কারণে বিপাকে পড়েছে ‘অ্যায় দিল হ্যায় মুশকিল’। তবে এর পক্ষে সমর্থন জানিয়েছে ভারতের চলচ্চিত্র ও টেলিভিশন প্রযোজক সমিতি। পাকিস্তানি তারকা ফাওয়াদ থাকলেও তারা ছবিটির মুক্তির পক্ষে। দেখা যাক, করণ জোহর ছবিটি নিজের দেশে চালাতে পারেন কি-না।

বাংলাদেশ সময়: ১৩৪৬ ঘণ্টা, অক্টোবর ১৫, ২০১৬
জেএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।