ঢাকা, বৃহস্পতিবার, ২৭ অগ্রহায়ণ ১৪৩১, ১২ ডিসেম্বর ২০২৪, ০৯ জমাদিউস সানি ১৪৪৬

বিনোদন

‘রায়ীস’ থেকে বাদ পড়েননি মাহিরা

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬২৬ ঘণ্টা, অক্টোবর ১৪, ২০১৬
‘রায়ীস’ থেকে বাদ পড়েননি মাহিরা মাহিরা খান

সব ছাইপাঁশ খবর! ‘রায়ীস’ থেকে পাকিস্তানি অভিনেত্রী মাহিরা খানকে বাদ দেওয়া হয়নি, এর মুক্তির তারিখও পেছায়নি। এসব তথ্য নিশ্চিত করেছেন ছবিটির প্রযোজক রিতেশ সিধওয়ানি।

সম্প্রতি উরি হামলার প্রেক্ষিতে পাকিস্তানি শিল্পী আছে এমন ছবিগুলোকে নিষিদ্ধ করার দাবি তোলে ভারতের মহরাষ্ট্র নবনির্মাণ সেনা (এমএনএস)। এ কারণে ‘রায়ীস’ থেকে মাহিরাকে বাদ দেওয়ার গুঞ্জন ছড়িয়ে পড়ে।

দিল্লিতে ফ্যাশন উইকে স্ত্রী ডলির অভিষেক শোতে অংশ নিয়ে রিতেশ বলেন, ‘বুঝতে পারছি না এসব কেনো ছড়াচ্ছে। আমি শুধু একটা কথা বলতে পারি, এই মেয়েটিকে নিয়ে ৪৫ দিন দৃশ্যায়নের মাধ্যমে ছবিটির কাজ শেষ করেছি আমরা। আশা করি এতে সব স্পষ্ট হয়েছে। ’

রিতেশ আরও বলেন, ‘এ ধরনের গুজবের প্রতিক্রিয়া জানাচ্ছি না বা এসব নিয়ে কোনো মন্তব্যও করছি না। কারণ আমার মনে হয়, কেউ মনগড়া কিছু ভাবার পর এ নিয়ে মন্তব্য বা সাড়া দিলে এমন গুজবের একটি প্ল্যাটফর্ম গড়ে দেওয়া হয়। তাই এসব এড়িয়ে যাওয়াই ভালো। ’

‘রায়স’-এ মাহিরাকে দেখা যাবে বলিউড সুপারস্টার শাহরুখ খানের বিপরীতে। এ ছাড়াও আছেন নওয়াজুদ্দিন সিদ্দিকি। রাহুল ধোলাকিয়া পরিচালিত ছবিটি মুক্তি পাবে আগামী বছরের ২৬ জানুয়ারি।

দিল্লিতে আরেকটি কাজে এসেছেন রিতেশ। আগামী ১৯ নভেম্বর থেকে এখানে শুরু হবে ‘ফুকরে’ ছবির দ্বিতীয় কিস্তির চিত্রায়ন। তিন বছর আগে মুক্তিপ্রাপ্ত আগের ছবির তারকারাই থাকছেন এতে। তাদের মধ্যে আছেন পুলকিত সম্রাট, বরুণ শর্মা, আলি ফজল, মানজোত সিং, রিচা চাড্ডা, বিশাখা সিং, প্রিয়া আনন্দ প্রমুখ।

আরও পড়ুন>>>
* শাহরুখের কাছ থেকে কী শিখলেন মাহিরা?

* শাহরুখকে দেখেই সংলাপ ভুলে গিয়েছিলেন মাহিরা!

বাংলাদেশ সময় : ১৬০৮ ঘণ্টা, অক্টোবর ১৪, ২০১৬
জেএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।