ঢাকা, বৃহস্পতিবার, ২৭ অগ্রহায়ণ ১৪৩১, ১২ ডিসেম্বর ২০২৪, ০৯ জমাদিউস সানি ১৪৪৬

বিনোদন

বন্ধু-শত্রু নিয়ে চিরকুটের গান

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০৫৭ ঘণ্টা, অক্টোবর ১৩, ২০১৬
বন্ধু-শত্রু নিয়ে চিরকুটের গান চিরকুট ব্যান্ডের সংগীতশিল্পীরা

নতুন আরেকটি চলচ্চিত্রের জন্য গান বেঁধেছে চিরকুট ব্যান্ড। এর কথা এমন- ‘শত্রু যখন কাছের বন্ধু, দুজন যখন মিত্র, তখনই জীবন দীর্ঘ জীবন, তখন নতুন চিত্র’।

‘তুমি যে আমার’ নামের একটি ছবিতে থাকবে এটি। এর কথা লিখেছেন কবির বকুল। সুর ও সংগীত পরিচালনায় চিরকুটের সদস্যরা। এরই মধ্যে গানটির রেকর্ডিং সম্পন্ন হয়েছে।

নতুন গান প্রসঙ্গে চিরকুটের শিল্পীরা বলেন, ‘আমরা বরাবরই শ্রোতাদের ভিন্ন কিছু দেওয়ার চেষ্টা করি যত্ন নিয়ে। এজন্য আমরা বেছে কাজ করি। নতুন গানটিতেও শ্রোতারা আমাদের যত্ন আর নতুনত্বের স্বাদ পাবেন। ’

ছবিটি পরিচালনা করবেন মুহাম্মদ মোস্তফা কামাল রাজ। ‘তুমি যে আমার’ প্রযোজনা করছে টিভি চ্যানেল আরটিভি। এতে কারা অভিনয় করবেন তা এখনও নির্মাতারা জানাননি।

এদিকে অমিতাভ রেজা চৌধুরী পরিচালিত ‘আয়নাবাজি’ ছবিতে চিরকুটের গান ‘না বুঝি দুনিয়া না বুঝি তোমায়’ জনপ্রিয়তা পেয়েছে। সম্প্রতি রেদওয়ান রনির ‘আইসক্রিম’ ছবিতেও একটি গান করেছে জনপ্রিয় ব্যান্ডটি।

আরও পড়ুন>>>
* চিরকুটের ‘না বুঝি দুনিয়া, না বুঝি তোমায়’
* লাতিন ব্যান্ডের সঙ্গে চিরকুটের গান তৈরির গল্প (ভিডিও)
* লাতিন ব্যান্ডের সঙ্গে চিরকুটের ‘অন্তরে বাহিরে’
* আন্তর্জাতিক পুরস্কারে উচ্ছ্বসিত চিরকুট

বাংলাদেশ সময় : ২০৩২ ঘণ্টা, অক্টোবর ১৩, ২০১৬
জেএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।