ঢাকা, বৃহস্পতিবার, ২৭ অগ্রহায়ণ ১৪৩১, ১২ ডিসেম্বর ২০২৪, ০৯ জমাদিউস সানি ১৪৪৬

বিনোদন

মুক্তি পেলো ‘মায়া’

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০২১ ঘণ্টা, অক্টোবর ১৩, ২০১৬
মুক্তি পেলো ‘মায়া’ ‘মায়া’র দৃশ্যে নাদিয়া খানম ও ফারহান আহমেদ জোভান

ছোটপর্দার এ সময়ের দুই অভিনয়শিল্পী ফারহান আহমেদ জোভান ও নাদিয়া খানমের স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র ‘মায়া’ মুক্তি পেয়েছে টাইগার মিডিয়ার ইউটিউব চ্যানেলে। তারাই ছবিটি প্রযোজনা করেছেন।

এর আগে ‘মোমেন্টস’ নামে আরেকটি স্বল্পদৈর্ঘ্য ছবি তৈরি হয় এ প্রতিষ্ঠান থেকে। দুটোরই পরিচালক ভিকি জাহেদ। গল্প ও চিত্রনাট্য তারই।  তিনি বললেন, ‘এখনকার প্রজন্মের কাছে ভালোবাসার সংজ্ঞা বদলে গেছে। ভালোবাসার ভালো-মন্দ ছাড়াও তৃতীয় একটি দিক রয়েছে। এটা চোখের সামনে থাকলেও আমরা তা দেখি না। এ ছবি দর্শকদের সেই তৃতীয় দিকের সঙ্গে পরিচয় করিয়ে দেবে। ’

‘মায়া’ জোভান-নাদিয়া খানম ছাড়াও অভিনয় করেছেন সাদিয়া সিফাত দোলা ও সৈয়দ সামিউল হক। ছবিটির সংগীত পরিচালনা করেছেন মাহামুদ হায়েত অর্পণ। ইতিমধ্যে ‘মায়া’র তিনটি গানের ভিডিও অনলাইনে এসেছে।

* স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র ‘মায়া’ :

বাংলাদেশ সময় : ২০১৩ ঘণ্টা, অক্টোবর ১৩, ২০১৬
জেএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।