ঢাকা, বৃহস্পতিবার, ২৭ অগ্রহায়ণ ১৪৩১, ১২ ডিসেম্বর ২০২৪, ০৯ জমাদিউস সানি ১৪৪৬

বিনোদন

৫০ বছর বয়সে মা হচ্ছেন জ্যানেট জ্যাকসন

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০০৬ ঘণ্টা, অক্টোবর ১৩, ২০১৬
৫০ বছর বয়সে মা হচ্ছেন জ্যানেট জ্যাকসন জ্যানেট জ্যাকসন

খবরটা চমকই বটে! ৫০ বছর বয়সে এসে প্রথমবার মা হতে যাচ্ছেন গায়িকা জ্যানেট জ্যাকসন। বুধবার (১২ অক্টোবর) গর্ভবস্থার উপস্থিতি জানান দেন তিনি।

হাস্যোজ্জ্বল অবস্থায় নিজের পাকস্থলীতে তার হাত বোলানোর সময় তোলা একটি ছবি পিপল ম্যাগাজিন প্রকাশ করেছে।

জ্যানেট বলেছেন, ‌‘আমাদের সন্তান উপহার দিচ্ছেন বলে ঈশ্বরকে ধন্যবাদ। ’ এ ছাড়া অনাগত সন্তান সম্পর্কে বিস্তারিত কিছু জানাননি তিনি। সম্প্রতি লন্ডনে নতুন অতিথির জন্য প্রয়োজনীয় জিনিসপত্র কিনতে দেখা গেছে তাকে।

চলতি বছরের এপ্রিলে একটি সেলফি ভিডিওর মাধ্যমে রহস্যজনক কারণে ‘আনব্রেকেবল’ শীর্ষক সংগীত সফর বন্ধ ঘোষণা করেন জ্যানেট। তিনি জানান, চিকিৎসকের পরামর্শ মেনে পরিবারের কথা ভেবে বিশ্রামে থাকতে চান। ২০১২ সালে মার্কিন এই তারকা বিয়ে করেন কাতারের ব্যবসায়ী ওয়াইসাম আল মানাকে।

জ্যানেট বেড়ে উঠেছেন বিখ্যাত সংগীত পরিবারে। তার বড় ভাই প্রয়াত পপসম্রাট মাইকেল জ্যাকসন। ভাইবোনদের মধ্যে তিনি সর্বকনিষ্ঠ। এর আগে আরও দু’বার বিয়ে করেছিলেন তিনি। কিন্তু কোনো ঘরেই সন্তানের মুখ দেখেননি, বিয়েও টেকেনি।

১৯৭৬ সালে পারিবারিক রিয়েলিটি টিভি সিরিজ ‘দ্য জ্যাকসনস’-এর মাধ্যমে বিনোদন অঙ্গনে ক্যারিয়ার শুরু হয় জ্যানেটের। ১৯৮২ সালে প্রকাশিত হয় তার প্রথম অ্যালবাম। গত বছর বের হয় সাতবার গ্র্যামিজয়ী এই গায়িকার ১১তম অ্যালবাম ‘আনব্রেকেবল’।  

বাংলাদেশ সময় : ১৯৫৫ ঘণ্টা, অক্টোবর ১৩, ২০১৬
জেএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।