ঢাকা, বৃহস্পতিবার, ২৭ অগ্রহায়ণ ১৪৩১, ১২ ডিসেম্বর ২০২৪, ০৯ জমাদিউস সানি ১৪৪৬

বিনোদন

টুইংকেলের নতুন বই

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮৫১ ঘণ্টা, অক্টোবর ১৩, ২০১৬
টুইংকেলের নতুন বই টুইংকেল খান্না

অভিনেত্রী টুইংকেল খান্নার গুণের শেষ নেই! অভিনেতা অক্ষয় কুমারকে বিয়ের পর অভিনয় ছেড়েই দিয়েছেন বলা যায়। তবে দমে যাননি তিনি।

সফল ইন্টেরিয়র ডিজাইনার ও লেখক হিসেবে তার পরিচিতি তৈরি হয়েছে।

নিয়মিত কলাম লেখার পর ‘মিসেস ফানিবোনস’ নামে একটি বই বের করেন টুইংকেল। এটি অভূতপূর্ব সাফল্য পাওয়ায় টুইটারে নিজের অ্যাকাউন্টের নামও তিনি রেখেছেন এর নামে। এবার আসছে তার দ্বিতীয় বই ‘দ্য লিজেন্ড অব লক্ষ্মী প্রসাদ’।

টুইটারে এক ঘোষণায় ৪২ বছর বয়সী টুইংকেল বলেন, ‘আমার গল্পের নতুন বই পাঠকদের ব্যাপক হাসাবে আশা করি। সঙ্গে এটা পড়ে তারা কিছুটা দীর্ঘশ্বাসও ফেলবেন মনে হচ্ছে। ’

১৯৯৫ সালে ‘বরসাত’ ছবির মাধ্যমে রূপালি পর্দায় অভিষেক হয় রাজেশ খান্না ও ডিম্পল কাপাডিয়া দম্পতির কন্যা টুইংকেলের। সবশেষ ২০০১ সালে ‘লাভ কে লিয়ে কুছ ভি কারেগা’য় অভিনয় করেন তিনি। তার জনপ্রিয় ছবির তালিকায় আরও আছে ‘মেলা’, ‘জব পেয়ার কিসিসে হোতা হ্যায়’, ‘বাদশা’, ‘জরু কা গোলাম’, ‘জোড়ি নাম্বার ওয়ান’, ‘চল মেরে ভাই’, ‘ইন্টারন্যাশনাল খিলাড়ি’, ‘ইতিহাস’ প্রভৃতি।

বাংলাদেশ সময় : ১৮৪৩ ঘণ্টা, অক্টোবর ১৩, ২০১৬
জেএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।