ঢাকা, বৃহস্পতিবার, ২৭ অগ্রহায়ণ ১৪৩১, ১২ ডিসেম্বর ২০২৪, ০৯ জমাদিউস সানি ১৪৪৬

বিনোদন

নাইট উপাধি পেলেন রড স্টুয়ার্ট

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৫৫ ঘণ্টা, অক্টোবর ১২, ২০১৬
নাইট উপাধি পেলেন রড স্টুয়ার্ট রড স্টুয়ার্ট

ব্রিটিশ পপ গায়ক রড স্টুয়ার্ট এখন থেকে নিজেকে স্যার রডেরিক নামে ডাকতে পারবেন। মঙ্গলবার (১১ অক্টোবর) বাকিংহ্যাম প্যালেসে তাকে নাইট উপাধিতে ভূষিত করেন প্রিন্স উইলিয়াম।

পাঁচ দশকের সংগীত জীবন ও দাতব্য সেবায় অবদানের স্বীকৃতিস্বরূপ এই সম্মান পেলেন তিনি।

নাইট খেতাব পাওয়ার পর সাংবাদিকদের রড স্টুয়ার্ট বলেছেন, ‘দারুণ লাগছে। সত্যিই দারুণ লাগার মতো ব্যাপার। এ সম্মান অভূতপূর্ব। সুন্দর একটা বিকেল কাটলো। ’

লন্ডনে জন্ম নেওয়া রড স্টুয়ার্টের বিখ্যাত গানের তালিকায় আছে ‘ম্যাগি মে’, ‘ইউ ওয়্যার ইট ওয়েল’, ‘টুনাইটস দ্য নাইট’ প্রভৃতি। ব্যক্তিজীবনে তিনবার বিয়ে করেছেন ৭১ বছর বয়সী এই সংগীতশিল্পী।

নাইট উপাধি পাওয়ার সময় রড স্টুয়ার্ট পাশে পেয়েছেন তৃতীয় স্ত্রী পেনি ল্যানক্যাস্টার, দুই সন্তান অ্যাইডেন ও অ্যালাস্টেয়ার। প্রিন্স উইলিয়াম তার কাছে প্রত্যাশা করেন সংগীত সফর ও নতুন গানের রেকর্ডিং অব্যাহত রাখবেন। তিনি বলেন, ‘হ্যাঁ। কারণ আমার আট সন্তান। আমার খুব বেশি বিকল্প পথ নেই। ’

বাংলাদেশ সময় : ১৫৪৪ ঘণ্টা, অক্টোবর ১২, ২০১৬
জেএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।