ঢাকা, বৃহস্পতিবার, ২৭ অগ্রহায়ণ ১৪৩১, ১২ ডিসেম্বর ২০২৪, ০৯ জমাদিউস সানি ১৪৪৬

বিনোদন

ওয়ান-শটে ফারুকীর পুরো ‘হলি বেকারি’

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২৩৫০ ঘণ্টা, অক্টোবর ১১, ২০১৬
ওয়ান-শটে ফারুকীর পুরো ‘হলি বেকারি’ মোস্তফা সরয়ার ফারুকী

বাংলাদেশের নির্মাতা মোস্তফা সরয়ার ফারুকী এখন বুসান চলচ্চিত্র উৎসবে স্বল্পদৈর্ঘ্য ছবির বিভাগে বিচারক হিসেবে দায়িত্ব পালন করছেন। সেখানে নিজের আগামী ছবি নিয়ে চলচ্চিত্র বিষয়ক ওয়েবসাইট ভ্যারাইটির কাছে মুখ খুলেছেন তিনি।

এর নাম রাখা হয়েছে ‘হলি বেকারি’।

ঢাকার গুলশান ট্র্যাজেডিই ফারুকীর এ ছবির কেন্দ্রবিন্দু। তিনি জানান, এটি হবে ওয়ান-শট চলচ্চিত্র। তার ভাষ্য, ‘আমি বিশ্বাস করি, এই একটি শটে আমরা দক্ষিণ এশিয়ার রাজনীতির জটিলতা, হিংস্র মানসিকতা, অসহিষ্ণুতা ও জঙ্গীবাদের উত্থান এবং বাংলাদেশে আধুনিকতা ও স্বল্পসংখ্যক রক্ষণশীল সমাজের দ্বন্দ্ব তুলে ধরতে পারবো। ’

আগামী বছরের গোড়ার দিকে ছবিটির অভিনয়শিল্পী চূড়ান্ত করা হবে বলে জানান ফারুকী। এর চিত্রায়ন শুরু হবে মার্চে। এটি প্রযোজনা করবে তার প্রতিষ্ঠান ছবিয়াল ও অন্য কয়েকটি প্রতিষ্ঠান।

ফারুকীর আরেক ছবি ‘ডুব’-এর পোস্ট-প্রোডাকশন্স চলছে। এতে অভিনয় করেছেন বলিউড ও হলিউড তারকা ইরফান খান, নুসরাত ইমরোজ তিশা, কলকাতার অভিনেত্রী পার্নো মিত্র, রোকেয়া প্রাচী।

‘ডুব’ ও ‘হলি বেকারি’ ছাড়াও ‘নো ম্যানস ল্যান্ড’ নামের একটি ছবি বানানোর পরিকল্পনাও আছে ফারুকীর। এর প্রেক্ষাপট পাঁচটি দেশ নিয়ে। তার পরিচালিত মুক্তি পাওয়া ছবিগুলো হলো ‘ব্যাচেলর’, ‘মেড ইন বাংলাদেশ’, ‘থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার’, ‘টেলিভিশন’ ও ‘পিঁপড়াবিদ্যা’। এর মধ্যে ‘টেলিভিশন’ এশিয়া প্যাসিফিক স্ক্রিন অ্যাওয়ার্ডসে জুরি প্রাইজ ও দুবাই আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে মোহর এশিয়া-আফ্রিকা স্পেশাল মেনশন পায়।

এদিকে ‘জালালের গল্প’খ্যাত আবু শাহেদ ইমন পরিচালিত ‘অপদার্থ’ (অ্যা ফুলিশ ম্যান) প্রযোজনা করছেন ফারুকী। এটি আগামী মাসে অনুষ্ঠিতব্য ভারতের এনএফডিসির বার্ষিক ফিল্ম বাজারের কো-প্রোডাকশন মার্কেটের জন্য নির্বাচিত হয়েছে।

বাংলাদেশ সময়: ২৩৪৬ ঘণ্টা, অক্টোবর ১১, ২০১৬
জেএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।