ঢাকা, বৃহস্পতিবার, ২৭ অগ্রহায়ণ ১৪৩১, ১২ ডিসেম্বর ২০২৪, ০৯ জমাদিউস সানি ১৪৪৬

বিনোদন

বিয়ের আসরে আজব প্রতিশ্রুতি‍!

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮১১ ঘণ্টা, অক্টোবর ১১, ২০১৬
বিয়ের আসরে আজব প্রতিশ্রুতি‍! মিয়া গথ ও শায়া লাবাফ

দীর্ঘদিনের প্রেমিকা অভিনেত্রী মিয়া গথকে বিয়ে করলেন হলিউড অভিনেতা শায়া লাবাফ। সোমবার (১০ অক্টোবর) যুক্তরাষ্ট্রের নেভাডায় সিন সিটির ভিভা লাস ভেগাস শাপেলে তাদের চার হাত এক করার আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়।

চমকপ্রদ ব্যাপার হলো, বিয়েতে প্রতিনিধিত্ব করা ব্যক্তি সেজেছিলেন রক এন রোলের রাজা এলভিস প্রিসলির সাজে। এ আয়োজন সরাসরি দেখানো হয় টিএমজেড ওয়েবসাইটে। খ্রিস্টানদের প্রার্থনাগৃহে হবু বর ও কনে ঢোকার সময় বাজানো হয় প্রিসলির বিখ্যাত গান।

বিয়েতে ২৩ বছর বয়সী ব্রিটিশ তারকা মিয়া পরেন হাতে বোনা সাদা গাউন। মুখ ঢাকা ছিলো পর্দায়। আর শায়া পরেছিলেন কালো স্যুট। এর সঙ্গে এঁটে রাখা হয় একটি সাদা গোলাপ। অনুষ্ঠানে তারা এমন কিছু প্রতিজ্ঞা করেছেন সচরাচর যা দেখা যায় না।

প্রেমিকার দিকে আংটি বাড়িয়ে শায়া তখন বলেন, ‘এটা পরিয়ে আমি তোমাকে বিয়ে করবো। প্রার্থনা করি আমাদের ভালোবাসা আরও অটুট হোক সামনের দিনগুলোতে। তুমি যা বলবে আমি সবই করবো। ’

এরপর মিয়া একটি আংটি দেখিয়ে বলেন, ‘তোমাকে এই আংটি দেবো আমাদের একে অপরের প্রতি অঙ্গীকার হিসেবে। প্রার্থনা করি আমাদের ভালোবাসা কখনও বিবর্ণ হবে না। আমি যা চেয়েছি তার কাছাকাছি চলে এসেছি। ’ এরপর স্বামী-স্ত্রী হিসেবে তাদের প্রথম চুম্বনের সময় বাজানো হয় ব্রুস স্প্রিংস্টিনের গান ‘হাংরি হার্ট’।

নবদম্পতি নিজেদের একে অপরের পোষা কুকুরকে দত্তক নেওয়ার প্রতিজ্ঞাও করেন। বৃষ্টির দিনে নীল রঙা চামড়া জুতা না পরা ও একে অপরের আদুরে পুতুল হয়ে থাকার প্রতিশ্রুতিও দিয়েছেন তারা। তাদের এসব আজব অঙ্গীকার পশ্চিমা গণমাধ্যমগুলোতে ব্যাপক আলোচিত হচ্ছে।

২০১৩ সালে লার্স ভন ট্রিয়ারের ‘নিম্ফোনিয়াক’ ছবিতে একসঙ্গে কাজ করতে গিয়ে একে অপরের প্রেমে পড়েন শায়া ও মিয়া। সেই প্রেমের সফল সমাপ্তি হলো বিয়ের মধ্য দিয়ে।

হলিউডে নতুন প্রজন্মের সম্ভাবনাময়ী অভিনেতাদের মধ্যে শায়া লাবাফ অন্যতম। ৩০ বছর বয়সী এই মার্কিন তারকার ছবির তালিকায় সবচেয়ে উল্লেখযোগ্য ‘ট্রান্সফরমার্স’ সিরিজের প্রথম তিনটি ছবি। এ ছাড়াও আছে ‘সার্ফস আপ’ (২০০৭), ‘ইন্ডিয়ানা জোন্স অ্যান্ড দ্য কিংডম অব দ্য ক্রিস্টাল স্কাল’ (২০০৮), ‘ওয়াল স্ট্রিট: মানি নেভার স্লিপস’ (২০১০), ‘ললেস’ (২০১২), ‘নিম্ফোনিয়াক’ (২০১৩), ‘ফিউরি’ (২০১৪), ‘আমেরিকান হানি’ (২০১৬)।

বাংলাদেশ সময় : ১৮০০ ঘণ্টা, অক্টোবর ১১, ২০১৬
জেএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।