ঢাকা, বৃহস্পতিবার, ২৭ অগ্রহায়ণ ১৪৩১, ১২ ডিসেম্বর ২০২৪, ০৯ জমাদিউস সানি ১৪৪৬

বিনোদন

শেখ রাসেলকে উৎসর্গ করে বিজয় দিবসে ‘শেষ চুম্বন’

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১৩০ ঘণ্টা, অক্টোবর ১১, ২০১৬
শেখ রাসেলকে উৎসর্গ করে বিজয় দিবসে ‘শেষ চুম্বন’ (বাঁ থেকে) সানজিদা রাইসা, সানজিদা তন্ময় ও সাগর আহমেদ

শিশু নির‌্যাতন ও শিশু হত্যার মতো অমানবিক কার্মকান্ড প্রতিরোধে সচেতনতা বৃদ্ধিতে তৈরি হলো শিশুতোষ চলচ্চিত্র ‘শেষ চুম্বন: দি লাস্ট কিস’। জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কনিষ্ঠ পুত্র শেখ রাসেলকে উৎসর্গ করা হয়েছে এটি।

এ ছবির কাহিনী, চিত্রনাট্য, পরিচালনা ও প্রযোজনা করেছেন মুন্তাহিদুল লিটন। সোমবার (১০ অক্টোবর) এফডিসির জহির রায়হান ল্যাবে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি জানান, আগামী ১৬ ডিসেম্বর বিজয় দিবসে মুক্তি পাবে ‘শেষ চুম্বন’। ওইদিন থেকে ঢাকার মোট ১৫টি প্রেক্ষাগৃহে এটি দেখা যাবে।

ছবিটির নামকরণ নিয়ে নানান প্রশ্নের সম্মুখীন হচ্ছেন জানিয়ে পরিচালক বলেন, “গল্পে দেখা যাবে একজন অপরাধী বাবা নিজের কর্মকাণ্ডের প্রায়শ্চিত্ত করতে আত্মহত্যার সিদ্ধান্ত নেন। শেষ মুহূর্তে তিনি নিজের সন্তানের কাছে একটি চুম্বন প্রত্যাশা করেন। তাই এর নাম রেখেছি ‘শেষ চুম্বন’। আসলে চুম্বনের দৃষ্টিভঙ্গি পরিবর্তন করতেই এমন নামকরণ। আমি বিশ্বাস করি, আমাদের এই সমাজকে চলচ্চিত্রটি আনন্দ দেবে, সঙ্গে ভাবাবে ও ভোগাবে। ”

‘শেষ চুম্বন’-এ দুই কন্যার মায়ের চরিত্রে অভিনয় করেছেন সানজিদা তন্ময়। ‘বাপজানের বায়োস্কোপ’-এর পর এটি তার দ্বিতীয় ছবি। সংবাদ সম্মেলনে তিনি বলেন, ‘শিশুদের প্রতি অমানবিক কর্মকান্ড বেড়েই চলছে। এ ছবি পরিবারে শিশুদের প্রতি বঞ্চনা ও শিশুর অধিকার রক্ষার ব্যাপারে সচেতনতা বৃদ্ধি করবে বলে আমি আশাবাদী। এমন একটি গল্পে কাজ করতে পেরে ভালো লেগেছে। এটা অন্যরকম অভিজ্ঞতা। ’

নবাগত সাগর আহমেদের অভিষেক হচ্ছে এ ছবির মাধ্যমে। তাকে দেখা যাবে রাইসার বাবার চরিত্রে। তিনি বললেন, ‘আমার প্রথম ছবি হিসেবে ভালো অভিনয়ের জন্য যথাসাধ্য চেষ্টা করেছি। গল্পে আমাকে একজন লোভী ব্যক্তি হিসেবে দেখানো হয়েছে। সে কখনও ভালো, আবার কখনও খারাপ। লোভ মানুষকে কতোটা কলুষিত করতে পারে, ছবিটিতে সেটাই ফুটিয়ে তোলা হয়েছে। ’

এতে কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেছে শিশুশিল্পী সানজিদা রাইসা। এদিকে শিশুশিল্পী সানজিদা রাইসাকে এর আগে গত ঈদে মুক্তিপ্রাপ্ত যৌথ প্রযোজনার ছবি ‘বাদশা’য় দেখা গেছে। এ ছাড়া আকরাম খানের পরিচালনায় ‘খাঁচা’ ছবিতেও অভিনয় করেছে সে। এটি এখন আছে মুক্তির মিছিলে।

ছবিটিতে গান রয়েছে মোট পাঁচটি। এর মধ্যে দুটিতে অবহেলিত শিশুদের সমসাময়িক জীবনযাপনের চিত্র উঠে এসেছে। গানগুলোতে কণ্ঠ দিয়েছেন সাবিনা ইয়াসমিনের কন্যা বাঁধন, ‘ক্ষুদে গানরাজ’খ্যাত আশা, আনঞ্জেলা মঞ্জুর ও ইরিনা। আরেকটি চরিত্রে অভিনয় করেছেন শিমুল খান।

‘শেষ চুম্বন’-এর বিভিন্ন অংশে ও গানের দৃশ্যে শেখ রাসেলসহ সাম্প্রতিক সময়ের শিশুহত্যার কিছু চিত্র থাকছে এতে। পরিচালকের আশা, কালজয়ী শিশুতোষ চলচ্চিত্র ‘ছুটির ঘণ্টা’র মতো আলোড়ন তৈরি করবে ‘শেষ চুম্বন’।

বাংলাদেশ সময়: ১১২৪ ঘণ্টা, অক্টোবর ১১, ২০১৬
জেএমএস/জেএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।