ঢাকা, বৃহস্পতিবার, ২৭ অগ্রহায়ণ ১৪৩১, ১২ ডিসেম্বর ২০২৪, ০৯ জমাদিউস সানি ১৪৪৬

বিনোদন

‘বাঙালি দম্পতি’ আয়ুষ্মান ও পরিণীতি

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৩৭ ঘণ্টা, অক্টোবর ১০, ২০১৬
‘বাঙালি দম্পতি’ আয়ুষ্মান ও পরিণীতি পরিণীতি চোপড়া ও আয়ুষ্মান খুরানা

শারদীয় দুর্গোৎসব চলছে। বিজয়া দশমীও দ্বারপ্রান্তে।

বাঙালি হিন্দুদের পাশাপাশি অন্যরাও উদযাপন করছেন এসব আয়োজন। বলিউড অভিনেত্রী পরিণীতি চোপড়াও ব্যতিক্রম নন। দুর্গাপূজা উপলক্ষে অভিনেতা আয়ুষ্মান খুরানার সঙ্গে তোলা দুটি ছবি টুইটারে পোস্ট করেছেন তিনি।

খোপায় বেলী ফুল আর গোলাপি ও জাম রঙের সম্মিলনে সাজানো শাড়িতে পরিণীতি আর ধূসর কুর্তা-পায়জামার সঙ্গে মিলিয়ে আয়ুষ্মান পরেছেন নীল রঙা নেহরু জ্যাকেট। দু’জনকেই লাগছে বেশ ছিমছাম। উভয়ের হাতে আছে ধুনুচি।

আয়ুষ্মান ও পরিণীতি একসঙ্গে অভিনয় করছেন ‘মেরি পেয়ারি বিন্দু’ নামের একটি ছবিতে। পর্দায় তাদের জাদু কেমন থাকবে তারই খসড়া যেন এ দুটি স্থিরচিত্র।

ক্যাপশনে পরিণীতি লিখেছেন, ‘মেরি পেয়ারি বিন্দু টিমের পক্ষ থেকে সবাইকে দুর্গাপূজার শুভেচ্ছা। সবার জীবন স্বাস্থ্যময়, সুখী ও ভালোবাসায় ভরে থাকুক। মাধুর্য ক্রিয়েশন্সের ডিজাইন করা এই শাড়িটা পরে খুব ভালো লাগছে। ’

যশরাজ ফিল্মসের প্রযোজনায় ‘মেরি পেয়ারি বিন্দু’ পরিচালনা করছেন অক্ষয় রয়। এটি মুক্তি পাবে আগামী বছর। এতে একটি গানও গেয়েছেন পরিণীতি। এবারই প্রথম কোনো ছবির জন্য গাইলেন তিনি।

দুর্গাপূজার সঙ্গে আয়ুষ্মানের সম্পৃক্ততা আছে। ২০১২ সালে তার প্রথম ছবি ‘ভিকি ডোনার’-এর কাজ হয়েছিলো মণ্ডপে। ছবিটি পরিচালনা করেন বাঙালি নির্মাতা সুজিত সরকার।

বাংলাদেশ সময় : ১৪৩০ ঘণ্টা, অক্টোবর ১০, ২০১৬
জেএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।