ঢাকা, বৃহস্পতিবার, ২৭ অগ্রহায়ণ ১৪৩১, ১২ ডিসেম্বর ২০২৪, ০৯ জমাদিউস সানি ১৪৪৬

বিনোদন

‘বৃষ্টিদের বাড়ি’তে শবনম ফারিয়া

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১৪২ ঘণ্টা, অক্টোবর ৯, ২০১৬
‘বৃষ্টিদের বাড়ি’তে শবনম ফারিয়া ‘বৃষ্টিদের বাড়ি’র শুটিংয়ে শবনম ফারিয়া

ছোটপর্দার এ সময়ে জনপ্রিয় অভিনেত্রী শবনম ফারিয়া কয়েকদিনের বিরতির পর আবার অভিনয়ে ফিরেছেন। শনিবার (৮ অক্টোবর) থেকে আবু হায়াত মাহমুদের পরিচালনায় ‘বৃষ্টিদের বাড়ি’ ধারাবাহিক নাটকের শুটিং শুরু করেছেন তিনি।

নাটকটিতে বর্ষা চরিত্রে দেখা যাবে শবনম ফারিয়াকে। সে বৃষ্টির ছোট বোন। এ চরিত্রে কে আছেন? তিনি বললেন, ‘নাটকটির মূল রহস্য বৃষ্টি চরিত্রটিকে ঘিরে। এ চরিত্রটিকে দেখানো হবে না। তবে অদৃশ্যভাবেই সে গল্পে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। ’

নতুন নাটক প্রসঙ্গে শবনম ফারিয়া রোববার (৯ অক্টোবর) দুপুরে বাংলানিউজকে বললেন, ‘বিশ্রাম নিতে কয়েকটা দিন ছুটি নিয়েছিলাম অভিনয় থেকে। ক্যামেরার সামনে আবার ফিরে ভালো লাগছে। নতুন ধারাবাহিকটি নিয়ে আমি বেশ আশাবাদী। '

‘বৃষ্টিদের বাড়ি’ লিখেছেন মাসুম শাহরিয়ার। পারিবারিক সুখ-দুঃখ নিয়ে সাজানো হচ্ছে এটি। এতে আরও অভিনয় করছেন অভিনেতা আবুল হায়াত, অভিনেত্রী শর্মিলী আহমেদ প্রমুখ। এক ঘণ্টা দৈর্ঘ্যের ধারাবাহিকটি দেখা যাবে বাংলাভিশনে।

এদিকে আগামী ১২ অক্টোবর চ্যানেল আইয়ের একটি ধারাবাহিকের কাজে থাইল্যান্ড যাবেন শবনম ফারিয়া। তার অভিনীত ‘ব্যাকবেঞ্চার’ (এসএ টিভি) ও ‘পারিবারিক জাদুঘর’ (চ্যানেল আই) ধারাবাহিক দুটি প্রচারিত হচ্ছে।

বাংলাদেশ সময়: ২১৩৪ ঘণ্টা, অক্টোবর ০৯, ২০১৬
জেএমএস/জেএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।