ঢাকা, বৃহস্পতিবার, ২৭ অগ্রহায়ণ ১৪৩১, ১২ ডিসেম্বর ২০২৪, ০৯ জমাদিউস সানি ১৪৪৬

বিনোদন

দুই দত্তক কন্যাকে নিয়ে মণ্ডপে সুস্মিতা

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৪৯ ঘণ্টা, অক্টোবর ৯, ২০১৬
দুই দত্তক কন্যাকে নিয়ে মণ্ডপে সুস্মিতা সুস্মিতা সেনের সঙ্গে মণ্ডপে রেনে ও আলিসা

অভিনেত্রী সুস্মিতা সেন বিয়ের পিঁড়িতে বসেননি। তবে তার দুই দত্তক কন্যা আছে।

মায়ের সুবাদে তারা বেড়ে উঠছে বাঙালি আচার-রীতিতে। তাদের মধ্যে রেনের বয়স ১৭ বছর, আলিসার ৭ বছর।

গত ৭ অক্টোবর মুম্বাইয়ের বান্দ্রায় সার্বজনীন দুর্গাপূজা মণ্ডপে দুই মেয়েকে নিয়ে গিয়েছিলেন সুস্মিতা। শারদীয় দুর্গাপূজার সপ্তমী উদযাপনের জন্য উজ্জ্বল বেগুণি আনারকলি পরেন ৪০ বছর বয়সী এই তারকা। মা আর দুই মেয়ে মিলে মা দুর্গার কাছে আশীর্বাদ প্রার্থনা করেন।

মণ্ডপে সুস্মিতার টোল পড়া হাসি দেখে মুগ্ধ হন দর্শনার্থীরা। রেনে ও আলিসাকে নিয়ে প্রদীপ জ্বালিয়েছেন তিনি। মায়ের মতো আলিসাও গাঢ় বেগুণি পোশাকে সেজে মণ্ডপে আসে। রেনেকে ২০০০ সালে ও আলিসাকে ২০১০ সালে দত্তক নেন তিনি।  

হায়দরাবাদে বাঙালি পরিবারে সুস্মিতা সেনের জন্ম। তার বাবা সুবের সেন ছিলেন ভারতীয় বিমান বাহিনীর প্রাক্তন উইং কমান্ডার। মা শুভ্রা সেন জুয়েলারি ডিজাইনার। দুবাইয়ে তার একটি দোকান আছে। সুস্মিতার এক বোন ও এক ভাই আছে। তাদের নাম নীলম ও রাজীব।

বাংলাদেশ সময় : ১৬২৬ ঘণ্টা, অক্টোবর ০৯, ২০১৬
জেএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।