ঢাকা, বৃহস্পতিবার, ২৭ অগ্রহায়ণ ১৪৩১, ১২ ডিসেম্বর ২০২৪, ০৯ জমাদিউস সানি ১৪৪৬

বিনোদন

মহাঅষ্টমীতে মায়ের সঙ্গে কাজল

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫২০ ঘণ্টা, অক্টোবর ৯, ২০১৬
মহাঅষ্টমীতে মায়ের সঙ্গে কাজল কাজল ও তনুজা

বাঙালি হিন্দু ধর্মাবলম্বীদের প্রধান ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা একসঙ্গে উদযাপন করছে কলকাতার মুখার্জি পরিবার। রোববার (৯ অক্টোবর) মহাষ্টমীতে কুমারী পূজার আনুষ্ঠানিকতায় অংশ নেন তারা।

তাদের মধ্যে আলো ছিলো অভিনেত্রী কাজলের ওপর। উজ্জ্বল রঙের শাড়ি পরেন তিনি।

তারকা নয়, অষ্টমীতে কাজল সবার সঙ্গে মিশেছেন সাদাসিধে মেজাজে। খালাত ভাই অয়ন মুখার্জিকে (চলচ্চিত্র পরিচালক) নিয়ে মণ্ডপে আসা পূজার্থী ও দর্শনার্থীদের মধ্যে নিজের হাতে প্রসাদ বিতরণ করেন ৪২ বছর বয়সী এই অভিনেত্রী।

তবে মা বর্ষীয়ান অভিনেত্রী তনুজার সঙ্গে কাজলের হাস্যোজ্জ্বল মুহূর্ত সবার নজর কেড়েছে বেশি। কাজলের সঙ্গে তার কন্যা নাইসাও মহাঅষ্টমীর আনুষ্ঠানিকতায় অংশ নেন।

মুখার্জি বাড়ির পূজায় তারকাদের মধ্যে এসেছিলেন বলিউড অভিনেত্রী আলিয়া ভাট, নির্মাতা আশুতোষ গোয়াড়িকর, অনুরাগ বসু, সংগীতশিল্পী বাপ্পি লাহিড়ী, আনু মালিক, টিভি অভিনেত্রী সুমনা, কবিতা কৌশিক, কাজলের খালাত বোন শর্বানি মুখার্জি, কাজলের চাচা একসময়ের অভিনেতা দেব মুখার্জি।

বাংলাদেশ সময় : ১৫০৫ ঘণ্টা, অক্টোবর ০৯, ২০১৬
জেএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।