ঢাকা, বৃহস্পতিবার, ২৭ অগ্রহায়ণ ১৪৩১, ১২ ডিসেম্বর ২০২৪, ০৯ জমাদিউস সানি ১৪৪৬

বিনোদন

মাহির নতুন নায়ক বাঁধন (ভিডিও)

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২১২ ঘণ্টা, অক্টোবর ৯, ২০১৬
মাহির নতুন নায়ক বাঁধন (ভিডিও) মাহিয়া মাহি ও বাঁধন কুমার সাহা, ছবি: নূর-বাংলানিউজটোয়েন্টিফোর.কম

‘কৃষ্ণপক্ষ’র পর হুমায়ূন আহমেদের উপন্যাস অবলম্বনে মেহের আফরোজ শাওনের পরিচালনায় আবার অভিনয় করবেন চিত্রনায়িকা মাহিয়া মাহি। এবারের ছবির নাম ‘নক্ষত্রের রাত’।

এতে তার বিপরীতে বড়পর্দায় অভিষেক হবে ‘ফেয়ার অ্যান্ড লাভলী ম্যান-চ্যানেল আই হিরো’ প্রতিযোগিতার সেরা বাঁধন কুমার সাহার।

শনিবার (৮ অক্টোবর) সন্ধ্যায় ঢাকার বসুন্ধরা ইন্টারন্যাশনাল কনভেনশন সিটির নবরাত্রি হলে আয়োজিত প্রতিযোগিতার গ্র্যান্ড ফিনালে অনুষ্ঠানে এ ঘোষণা দেওয়ার পর মাহির হাতে তুলে দেওয়া হয় ‘নক্ষত্রের রাত’ ছবির ক্ল্যাপবোর্ড। এ সময় মঞ্চে ছিলেন পরিচালক মেহের আফরোজ শাওন, ছবিটির পরিবেশনা সংস্থা ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক ফরিদুর রেজা সাগর ও ইউনিলিভার বাংলাদেশের ব্র্যান্ড বিল্ডিং ডিরেক্টর জাভেদ আক্তার।

ফরিদুর রেজা সাগর বলেন, ‘হুমায়ূন আহমেদের ‘নক্ষত্রের রাত’ নামে একটি নাটক আমরা দেখেছি, তবে নতুন ছবির সঙ্গে এর কোনো মিল থাকবে না। এই গল্পের প্রধান চরিত্র পাশার ভূমিকায় অভিনয় করবেন নতুন হিরো। ’ সবশেষে বাঁধনের কাছেই গেছে মাহির নায়ক হওয়ার সুযোগ।

‘নক্ষত্রের রাত’ সম্পর্কিত ঘোষণার ঠিক আগে নিজের বেশ কয়েকটি ছবির নায়ক বাপ্পির সঙ্গে নেচেছেন মাহি। পুরনো দিনের কিছু জনপ্রিয় গানের তালে নৃত্য পরিবেশন করেন জনপ্রিয় এই জুটি।

গানগুলো হলো রাজ্জাক ও অলিভিয়া অভিনীত ‘বাহাদুর’ ছবির ‘ও সারকন্যা রে’, নাঈম ও শাবনাজ জুটির ‘চাঁদনী’ ছবির ‘কাঞ্চারে কাঞ্চা আমি তোর কাঞ্চি’, রিয়াজ ও পূর্ণিমার ‘মনের মাঝে তুমি’ ছবির ‘প্রেমী ও প্রেমী’ এবং বাপ্পি-মাহি অভিনীত ‘দবির সাহেবের সংসার’ ছবির ‘ম্যায়নে পিয়ার কিয়া তোমারে দিলাম হিয়া’।

জমকালো এ অনুষ্ঠানের শুরুতে মডেল-অভিনেত্রী মেহজাবিন মঞ্চে এসে কনার গাওয়া ‘ধিমতান ‘ ও ‘রেশমি চুড়ি’ গানের তালে একক নাচ পরিবেশন করেন। এরপর সংগীতশিল্পী ইমরান ও ঝিলিক গেয়ে শোনান কালজয়ী গান ‘আরে ও প্রাণের রাজা আমি যে তোমার’।

এরপর শুরু হয় সেরা পাঁচ প্রতিযোগীর সঙ্গে জনপ্রিয় অভিনেত্রীদের দ্বৈত নাচ। প্রথমে অমৃতা খান ও পূষণ “উঠ ছুড়ি তোর বিয়ে হবে’, স্পর্শীয়া ও সজীব ‘আর কোনো কথা না বলে’, তানজিন তিশা ও বাঁধন ‘কলিজায় বাজেরে হার্টবিট’, শাহতাজ ও নীল ‘হারাবো তোকে নিয়ে’ এবং সবশেষে বুবলি ও তন্ময় ‘বুবলি বুবলি’ গানের তালে নেচে দর্শক মাতান। নৃত্য পরিচালনা করেন তানজিল।

এরপর ‘লাক্স-চ্যানেল আই সুপারস্টার’ প্রতিযোগিতা থেকে পরিচিতি পাওয়া পাঁচ মডেল-অভিনেত্রীর সঙ্গে সেরা পাঁচ প্রতিযোগী র্যাম্পে অংশ নেন। মৌসুমী হামিদের সঙ্গে বাঁধন, চৈতীর পাশে তন্ময়, নাদিয়া আফরিন মিমের সঙ্গে পূষণ, সুপ্রিয়ার পাশে নীল এবং শানারেই দেবী শানুর সঙ্গে সজীব ক্যাটওয়াক করেন।

জমকালো আয়োজনের সবশেষে নিজের জনপ্রিয় গান ‘লোকাল বাস’ নিয়ে মঞ্চে আসেন ফোকসম্রাজ্ঞী মমতাজ। তখন মিলনায়তনজুড়ে অতিথিদের মধ্যে ছড়িয়ে পড়ে উন্মাদনা। তার গানের সঙ্গে নেচেছেন মুমতাহিনা টয়া। সঙ্গে ছিলো ‘হিরো’র সেরা ১৫ জন প্রতিযোগী।

* বাপ্পি ও মাহির নাচের ভিডিও :

বাংলাদেশ সময়: ১১৫২ ঘণ্টা, অক্টোবর ০৯, ২০১৬
জেএমএস/জেএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।