ঢাকা, বৃহস্পতিবার, ২৭ অগ্রহায়ণ ১৪৩১, ১২ ডিসেম্বর ২০২৪, ০৯ জমাদিউস সানি ১৪৪৬

বিনোদন

অভয়পুরে ভয় দেখাবেন মৌসুমী হামিদ!

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩০৬ ঘণ্টা, অক্টোবর ৮, ২০১৬
অভয়পুরে ভয় দেখাবেন মৌসুমী হামিদ! ‘অভয়পুরে ভয়’ নাটকে মৌসুমী হামিদ

অভয়পুর গ্রামের পুকুরে মনের আনন্দে গোসল করছেন এক হাস্যোজ্জ্বল তরুণী। তার মুখে হাসি থাকলেও মনে হাজার দুঃখ।

কারণ সে বিধবা। স্বামীর মৃত্যুর পর মেয়েটি সংগ্রাম করে বেঁচে আছে।

গ্রামের সবচেয়ে সুন্দরী এই মেয়েটির প্রতি অনেকের লোলুপ দৃষ্টি। একদিন সে ধর্ষণের শিকার হয়। লজ্জায়, অপমানে ও ঘৃণায় মেয়েটি আত্মহত্যা করে। এরপর থেকেই অভয়পুরের মানুষেরা ভয়ে আছে! কারণ প্রতিশোধ নিতে মেয়েটি আবার ফিরে আসে অভয়পুরে।

‘অভয়পুরে ভয়’ নামের একটি নাটকে এই বিধবা ও ধর্ষিতা নারীর চরিত্রে অভিনয় করেছেন অভিনেত্রী মৌসুমী হামিদ। পনেরো দিন পর ফেসবুক আইডি ফিরে পেয়ে এর কয়েকটি স্থিরচিত্র শেয়ার করেছেন তিনি। এতে তাকে দেখা যাবে শহীদুজ্জামান সেলিম ও শতাব্দী ওয়াদুদের সঙ্গে।

নাটকটি প্রসঙ্গে মৌসুমী হামিদ শনিবার (৮ অক্টোবর) সকালে বাংলানিউজকে বললেন, “নাটকটি বেশ রহস্যধর্মী ও ভৌতিকতার আলোকে তৈরি হয়েছে। এর মাধ্যমে প্রথমবার শহীদুজ্জামান সেলিমের সঙ্গে অভিনয়ের অভিজ্ঞতা হলো। এ ছাড়া একটি দৃশ্যের প্রয়োজনে পুকুরে ডুব দিয়েছি। গত ঈদে প্রচারিত ‘স্বপ্নকুহক’ নাটকের প্রয়োজনেও পুকুরে গোসল করার অভিজ্ঞতা হয়েছিলো। ”

নাটকটি লিখেছেন ও পরিচালনা করেছেন আলভী আহমেদ। সম্প্রতি পূবাইলের বিভিন্ন জায়গায় এর চিত্রায়ন হয়েছে। শিগগিরই বাংলাভিশনে প্রচার হবে ‘অভয়পুরে ভয়’।

এদিকে মৌসুমী হামিদ ব্যস্ত গোলাম সোহরাব দোদুলের ‘সংসার’ ধারাবাহিক নাটকের কাজে। এটি প্রতি বুধ ও বৃহস্পতিবার রাত ৯টা ৪০ মিনিটে প্রচার হচ্ছে এনটিভিতে।

বাংলাদেশ সময়: ১৩০১ ঘণ্টা, অক্টোবর ০৮, ২০১৬
জেএমএস/জেএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।