ঢাকা, বৃহস্পতিবার, ২৭ অগ্রহায়ণ ১৪৩১, ১২ ডিসেম্বর ২০২৪, ০৯ জমাদিউস সানি ১৪৪৬

বিনোদন

কৌশিক গঙ্গোপাধ্যায়ের ছবিতে জয়া আহসান

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১৫৬ ঘণ্টা, অক্টোবর ৮, ২০১৬
কৌশিক গঙ্গোপাধ্যায়ের ছবিতে জয়া আহসান ‘বিসর্জন’ ছবির সাজে জয়া আহসান ও আবীর চট্টোপাধ্যায়

ভারতের বাংলা ছবির জগতে এ সময়ের প্রখ্যাত নির্মাতাদের মধ্যে কৌশিক গঙ্গোপাধ্যায় অন্যতম। ‘শব্দ’, ‘আরেকটি প্রেমের গল্প’, ‘অপুর পাঁচালী’, ‘ছোটদের ছবি’র এই নির্মাতার পরিচালনায় অভিনয় করতে যাচ্ছেন বাংলাদেশের অভিনেত্রী জয়া আহসান।

‘বিসর্জন’ নামের ছবিটিতে তার চরিত্রের নাম পদ্মা।

গত ৬ অক্টোবর বিকেলে কলকাতায় এক সংবাদ সম্মেলনে এ ছবি বানানোর ঘোষণা দেওয়া হয়। এখানে জয়া বলেছেন, “কৌশিকদার পরিচালনায় কাজ করার ইচ্ছা আমার বহুদিনের। এর আগে ‘আবর্ত’তে তার সঙ্গে অভিনয় করেছি। এবার তিনি আমাকে পরিচালনা করবেন। তাই খুব খুশি আমি। ”

এ ছবির গল্প প্রেমনির্ভর হলেও প্রেক্ষাপট এক সময়ের পূর্ব পাকিস্তান (বর্তমানে বাংলাদেশ)। তৎকালীন সীমান্তবর্তী এলাকা ও চেকপোস্টকে প্রাধান্য দেওয়া হবে এতে। ছবিটিতে জয়ার বিপরীতে অভিনয় করবেন আবীর চট্টোপাধ্যায়। পরিচালক কৌশিককেও দেখা যাবে গুরুত্বপূর্ণ একটি চরিত্রে।

নায়ক-নায়িকাকে কেমন দেখাবে ও তাদের পোশাক কী হবে, দুটি দিকের দায়িত্বে আছেন ‘নির্বাসিত’র পরিচালক চূর্ণী গঙ্গোপাধ্যায়। সাংবাদিকদের জয়া জানিয়েছেন, ছবিটির জন্য বাংলাদেশ থেকে অনেক প্রপস প্রয়োজন। যেমন- সিগারেটের বাক্স, সাবান, দেশলাই ইত্যাদি। এগুলোর বেশকিছু জিনিস তিনি নিজেও নিয়ে গেছেন।

জয়ার পদ্মা চরিত্রটির ব্যাপারে আত্মবিশ্বাস সঙ্গে কৌশিক বললেন, ‘পদ্মা সব অর্থেই এখানে ইছামতীতে এসে মিশেছে। বড়াই করছি না, এমন চরিত্র দুই বাংলার কোনো পরিচালক তাকে এখনও অবধি দেয়নি। ’

গল্প প্রসঙ্গে কৌশিক বলেছেন, ‘অনেকদিন ধরেই মাথায় প্রেমের গল্পটা ঘুরছিলো। আজকের পরিস্থিতিতে তো এটা আরও বেশি প্রাসঙ্গিক। আমরা জানি, পৃথিবীতে কাঁটাতার দিয়ে মানুষে মানুষে দূরত্ব তৈরি করা যায়। কিন্তু এর পাশাপাশি প্রেম দিয়ে যে সেই দূরত্ব মেটানোও যায়, সেটাই এ ছবির ভাবনা। ’

আগামী ১৯ অক্টোবর থেকে সীমান্ত এলাকা টাকিতে ছবিটির দৃশ্যধারণ শুরু হওয়ার কথা। তার আগে শারদীয় দূর্গাপূজার দশমীর দিন ইছামতী নদীতে ‘বিসর্জন’-এর কিছু দৃশ্যের চিত্রায়ন হবে। ছবিটির জন্য গান বানাবেন দোহার ব্যান্ডের কালিকাপ্রসাদ ভট্টাচার্য। প্রযোজনা করছে ওপেরা মিউজিক অ্যান্ড এন্টারটেনমেন্ট।

কলকাতায় এর আগে অরিন্দম শীলের ‘আবর্ত’ (২০১৩) ও ‘ঈগলের চোখ’ (২০১৬), ইন্দ্রনীল রায়চৌধুরীর ‘একটি বাঙালি ভূতের গপ্পো’ (২০১৫), সৃজিত মুখার্জির ‘রাজকাহিনী’ (২০১৫) ছবিতে অভিনয় করেন জয়া।

বাংলাদেশ সময় : ১১৫১ ঘণ্টা, অক্টোবর ০৮, ২০১৬
জেএমএস/জেএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।