ঢাকা, বৃহস্পতিবার, ২৭ অগ্রহায়ণ ১৪৩১, ১২ ডিসেম্বর ২০২৪, ০৯ জমাদিউস সানি ১৪৪৬

বিনোদন

ডিসেম্বরে রোলিং স্টোনস ব্যান্ডের নতুন অ্যালবাম

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৩৫ ঘণ্টা, অক্টোবর ৭, ২০১৬
ডিসেম্বরে রোলিং স্টোনস ব্যান্ডের নতুন অ্যালবাম (বাঁ থেকে) চার্লি ওয়াটস, রনি উড, মিক জ্যাগার ও কিথ রিচার্ডস

ব্রিটিশ রক ব্যান্ড দ্য রোলিং স্টোনস নতুন স্টুডিও অ্যালবাম নিয়ে বিশ্বসংগীতে ফিরছে। এর নাম রাখা হয়েছে ‘ব্লুজ অ্যান্ড লোনসাম’।

এটি প্রকাশ হবে আগামী ২ ডিসেম্বর। বৃহস্পতিবার (৬ অক্টোবর) তারা এ ঘোষণা দেন। অবশ্য গত সপ্তাহে স্টুডিওতে গান-বাজনা করার ভিডিও টুইটারে শেয়ার করে ভক্তদেরকে নতুন কিছুর আভাস দিয়েছিলেন তারা।

এটা হবে এক দশকেরও বেশি সময় পর এই ব্যান্ডের নতুন কোনো অ্যালবাম। এখানে তারা রেখেছেন আমেরিকান ব্লুজ সংগীতের কিংবদন্তিদের কিছু গান। তাদের মধ্যে উল্লেখযোগ্য হাউলিন উলফ, উইলি ডিক্সন, জিমি রিড, এডি টেলর, লিটল ওয়াল্টার, রবার্ট জনসন।

১৯৬২ সালে প্রতিষ্ঠার পর থেকে শুরুর দিকে ব্যান্ডটি বিভিন্ন কনসার্টে ব্লুজ পরিবেশন করে। এই সংগীতই ছিলো তাদের বড় অনুপ্রেরণা। ষাট ও সত্তর দশকের গোড়ার দিকে ব্রিটিশ রক সংগীতকে বিশালভাবে প্রভাবিত করে আমেরিকান ব্লুজ। ক্রিম, লেড জেপলিন ও ফ্লিটউড ম্যাকের মতো ব্যান্ডের সংগীতশিল্পীরা ছিলেন ব্রিটিশদের অনুপ্রেরণা।

লন্ডনের ব্রিটিশ গ্রোভ স্টুডিওসে তিন দিনে গানগুলোর রেকর্ডিং করেছেন ব্যান্ডের চার সদস্য মিক জ্যাগার, কিথ রিচার্ডস, রনি উড ও চার্লি ওয়াটস। এক বিবৃতিতে তারা বলেছেন, ‘দ্য রোলিং স্টোনসের মনেপ্রাণে সবসময়ই ব্লুজ মিউজিকের প্রতি আবেগ ছিলো। ’

আরেক বিবৃতিতে অ্যালবামের সহ-প্রযোজক ডন ওয়াস বলেছেন, ‘এটি গান-বাজনার প্রতি তাদের ভালোবাসার বিশুদ্ধতা সুস্পষ্ট করবে। আর ব্লুজ হলো তারা যা কিছু এতোটা বছর করেছেন, সেসবের উৎস। ’

নতুন অ্যালবামে গান থাকছে মোট ১২টি। এর মধ্যে গিটারিস্ট ও গায়ক এরিক ক্ল্যাপটন দুটি গানে কাজ করেছেন ব্যান্ডটির সঙ্গে। একডজন গানের শিরোনাম হলো- ‘জাস্ট ইউর ফুল’, ‘কমিট অ্যা ক্রাইম’, ‘ব্লু অ্যান্ড লোনসাম’, ‘অল অব ইউর লাভ’, ‘আই গটা গো’, ‘এভরিবডি নৌস অ্যাবাউট মাই গুড থিং’, ‘রাইড এম অন ডাউন’, ‘হেট টু সি ইউ গো’, ‘হু ডু ব্লুজ’, ‘লিটল রেইন’, ‘জাস্ট লাইক আই ট্রিট ইউ’ এবং ‘আই কান্ট কিট ইউ বেবি’।

দ্য রোলিং স্টোনসের সবশেষ অ্যালবাম ‘অ্যা বিগার ব্যাং’ প্রকাশিত হয় ২০০৫ সালে। এরপর বিশ্বের বিভিন্ন দেশে সংগীত সফর করেছে ব্যান্ডটি। গত মার্চে কিউবায় উন্মুক্ত কনসার্ট করেন তারা।

বাংলাদেশ সময় : ১৪২৮ ঘণ্টা, অক্টোবর ০৭, ২০১৬
জেএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।