ঢাকা, বৃহস্পতিবার, ২৭ অগ্রহায়ণ ১৪৩১, ১২ ডিসেম্বর ২০২৪, ০৯ জমাদিউস সানি ১৪৪৬

বিনোদন

সুজেয় শ্যামের সুরে দুই বাংলার শিল্পীরা

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১০৮ ঘণ্টা, অক্টোবর ৬, ২০১৬
সুজেয় শ্যামের সুরে দুই বাংলার শিল্পীরা সুজেয় শ্যাম

স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের সুরকার সুজেয় শ্যামের সুর ও সংগীতে অনেকদিন পর তৈরি হলো পূর্ণাঙ্গ মিশ্র অ্যালবাম ‘সারাদিন বৃষ্টি ঝরা শ্রাবণ মেঘে’। এটি সাজানো হয়েছে আধুনিক গান নিয়ে।

এ অ্যালবামে দেশবরেণ্য সংগীতজ্ঞ সুজেয় শ্যামের সুরে গেয়েছেন দুই বাংলার কয়েকজন জনপ্রিয় কণ্ঠশিল্পী। তারা হলেন হৈমন্তী শুক্লা, মনোময় ভট্টাচার্য্য, প্রিয়াঙ্কা গোপ, প্রমোদ দত্ত, আফসানা রুনা, মধুরা ভট্টাচার্য্য ও প্রদ্যুত দে সরকার।

অ্যালবামে গান রয়েছে মোট ১৩টি। এগুলোর কথা লিখেছেন পান্না লাল দত্ত। উল্লেখযোগ্য কয়েকটি গান হলো- ‘কেনো বারেবারে নাও ফিরায়ে’, ‘ওগো ঘুম দোহাই তোমার’, ‘সারাদিন বৃষ্টি ঝরা শ্রাবণ মেঘে’, ‘তোমারে যে কথা বলি’, ‘আঁখিতে আঁখি বাঁধা আঁখি’ ইত্যাদি।

শারদীয় দুর্গাপূজা উপলক্ষে ‘সারাদিন বৃষ্টি ঝরা শ্রাবণ মেঘে’ বাজারে এনেছে লেজার ভিশন।

বাংলাদেশ সময় :২০১৯ ঘণ্টা, অক্টোবর ০৬, ২০১৬
জেএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।