ঢাকা, বৃহস্পতিবার, ২৭ অগ্রহায়ণ ১৪৩১, ১২ ডিসেম্বর ২০২৪, ০৯ জমাদিউস সানি ১৪৪৬

বিনোদন

১৭ কিলো লেহেঙ্গায় মুশকিলে আনুশকা

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৪১ ঘণ্টা, অক্টোবর ৬, ২০১৬
১৭ কিলো লেহেঙ্গায় মুশকিলে আনুশকা ‘অ্যায় দিল হ্যায় মুশকিল’ ছবিতে আনুশকা শর্মা

করণ জোহর পরিচালিত ‘অ্যায় দিল হ্যায় মুশকিল’ ছবির ‘চান্না মেরেয়া’ শিরোনামের একটি গানে ১৭ কিলো ওজনের লেহেঙ্গা পরে অভিনয় করলেন অভিনেত্রী আনুশকা শর্মা। এতে ২৮ বছর বয়সী এই তারকাকে বেশ ঝলমলে লাগছে।

তবে কাজটা তার জন্য বেশ মুশকিলই ছিলো।

দৃশ্যটি নিয়ে আনুশকা বলেছেন, ‘পোশাকটি এতোই ভারি ছিলো যে, অন্যদের আমার জন্য মায়া হচ্ছিলো। লেহেঙ্গাটির ওজন ১৭ কিলো। তার ওপর অলঙ্কার তো ছিলোই। সব মিলিয়ে ২০ কিলো বহন করে অভিনয় চালাতে হয়েছে। ’

আনুশকা আরও বলেন, ‘হাঁটতে গেলে মনে হতো অনেকক্ষণ ব্যায়াম করে ক্লান্ত হয়ে পড়েছি। এটা খুব কঠিন ছিলো। কারণ এতো ওজনের পোশাক পরে সিঁড়ি বেয়ে বারবার উঠতে হয়েছে। তখন মনে হচ্ছিলো, গরমে পুড়ে যাবো!’

ছবিটিতে আলিজাহ চরিত্রে অভিনয় করেছেন আনুশকা। তার বিয়ের আগ মুহূর্ত নিয়ে সাজানো হয়েছে গানটি। আয়ানের ভূমিকায় আছেন রণবীর কাপুর। তিনিই আলিজাহর বিয়েতে এই গান পরিবেশন করেন। আয়ান যে আসলে তাকেই ভালোবাসে তা বুঝতে দেরি করে ফেলে আলিজাহ।

আনুশকা আরও বললেন, ‘এই গানে দর্শকদের কাছে আমাকে সুন্দরী কনের মতো লাগতে পারে। কিন্তু এ অনুভূতি তখন কাজ করেনি পোশাকের ওজনের কারণে। ’

এ ছবিতে ঐশ্বরিয়া রাই বচ্চন এবং ফাওয়াদ খানও অভিনয় করেছেন। এ ছাড়া অতিথি চরিত্রে আছেন শাহরুখ খান ও লিসা হেডন। এবারের দিওয়ালি উপলক্ষে ‘অ্যায় দিল হ্যায় মুশকিল’ মুক্তি পাবে আগামী ২৮ অক্টোবর।

‘চান্না মেরেয়া’ গেয়েছেন অরিজিৎ সিং। ছবিটির সব গান লিখেছেন অমিতাভ ভট্টাচার্য, সুর ও সংগীত পরিচালনায় প্রীতম চক্রবর্তী। ইতিমধ্যে ‘অ্যায় দিল হ্যায় মুশকিল’ ও ‘বুলেয়া’ শিরোনামে আরও দুটি গান প্রকাশিত হয়েছে।

* ‘চান্না মেরেয়া’ গানের ভিডিও :

বাংলাদেশ সময় : ১৬৩৪ ঘণ্টা, অক্টোবর ০৬, ২০১৬
জেএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।