ঢাকা, বৃহস্পতিবার, ২৭ অগ্রহায়ণ ১৪৩১, ১২ ডিসেম্বর ২০২৪, ০৯ জমাদিউস সানি ১৪৪৬

বিনোদন

ফিরছে উলভারিন

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫০৩ ঘণ্টা, অক্টোবর ৬, ২০১৬
ফিরছে উলভারিন

বাঘা বাঘা শত্রু ঘায়েলে উলভারিনের ধাতুময় থাবা আবার দর্শকদের শিহরিত করবে। এ চরিত্রকে নিয়ে নির্মিত নতুন চলচ্চিত্রের পোস্টার শেয়ার করেছেন ‘এক্স-মেন’ সিরিজের নিয়মিত তারকা হিউ জ্যাকম্যান।

সঙ্গে যুক্ত করেছেন বহুল আলোচিত ছবিটির নাম।

বুধবার (৫ অক্টোবর) রাতে টুইটারে ৪৭ বছর বয়সী অস্ট্রেলীয় তারকা জ্যাকম্যান জানান, উলভারিন সিরিজের নতুন ছবির নাম ‘লগ্যান’। এ নামেই ‘এক্স-মেন’ ছবিগুলোতে পরিচিত তার অভিনীত চরিত্রটি।

মার্ভেল কমিকসের জনপ্রিয় টরিত্র উলভারিনকে নিয়ে পৃথক দুটি ছবি তৈরি হয়েছে এর আগে। ২০০৯ সালে ‘এক্স-মেন অরিজিন্স: উলভারিন’ ও ২০১৩ সালে মুক্তি পায় এ সিরিজের ‘দ্য উলভারিন’।

১৭ বছর ধরে উলভারিন চরিত্রে দর্শকদের প্রিয় অভিনেতা জ্যাকম্যান। তবে গত বছর তিনি জানান, এ চরিত্রে এবারই শেষ কাজ করছেন। ‘লগ্যান’-এর পর তাকে সম্ভবত আর পাওয়া যাবে না এমন ভূমিকায়। এটি মুক্তি পাবে ২০১৭ সালের ৩ মার্চ।

নতুন ছবিটির পরিচালক জেমস ম্যানগোল্ড। এতে আরও অভিনয় করছেন স্টিফেন মার্সেন্ট, এলিস নীল ও বয়েড হোলব্রুক। এ ছাড়া প্রফেসর এক্স-চার্লস হাভিয়ারের ভূমিকায় ফিরছেন প্যাট্রিক স্টুয়ার্ট। ভবিষ্যতের দুনিয়ার প্রেক্ষাপটে সাজানো হয়েছে ছবিটির গল্প। এর কর্তৃত্ব নিয়ে নেয় সুপারভিলেনরা।

বাংলাদেশ সময় : ১৪৫১ ঘণ্টা, অক্টোবর ০৬, ২০১৬
জেএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।