ঢাকা, বৃহস্পতিবার, ২৭ অগ্রহায়ণ ১৪৩১, ১২ ডিসেম্বর ২০২৪, ০৯ জমাদিউস সানি ১৪৪৬

বিনোদন

প্রত্যাবর্তন নিয়ে জেনেলিয়ার বয়ান

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩০০ ঘণ্টা, অক্টোবর ৬, ২০১৬
প্রত্যাবর্তন নিয়ে জেনেলিয়ার বয়ান জেনেলিয়া ডি’সুজা

বলিউডের কোনো অভিনেত্রী বিয়ে করলে কিংবা সন্তানের মা হলে তার ক্যারিয়ার চলে যায় টস ভাগ্যে! যদিও সাম্প্রতিক সময়ে তাদের অনেকে এই প্রচলিত ধারণা ভেঙে দিয়েছেন। জেনেলিয়া ডি’সুজাও এক্ষেত্রে কম নন।

টাইমস অব ইন্ডিয়াকে আনন্দের সঙ্গে প্রত্যাবর্তনের সুখবর দিয়েছেন তিনি।

ভক্তদের প্রত্যাশা, যতো দ্রুত সম্ভব বড়পর্দায় ফিরবেন জেনেলিয়া। ২৯ বছর বয়সী এই তারকা বলেছেন, ‘আজই কোনো ছবির কাজ করতে পারলে ভালো লাগতো। মনের মতো চিত্রনাট্য পেলে ও অভিনয়ের তাগিদ পেলে ফিরে আসবো। আমার তাড়াহুড়া নেই। জীবনে কখনও তড়িঘড়ি কিছু করিনি। ’

রূপালি পর্দায় জেনেলিয়াকে দর্শকরা আবার কবে দেখবেন জানতে চাইলে তিনি বলেন, ‘যখন কোনো প্রস্তাব আমাকে উচ্ছ্বসিত করবে, সেটা যদি ভালো হয় তাহলেই হাতে নেবো। কখনও বলিনি কাজে ফিরবো। বিয়ের পর বিরতি নিতে চেয়েছি। কারণ একযুগ অনেক পরিশ্রম করতে হয়েছে। এই দীর্ঘ সময়ে অনেক কাজ করেছি। সবকিছু নিয়ে আমি ভালো আছি। এখন আমার দুই সন্তান। এটা অনেক বড় বিষয়। ’

বিয়ে কিংবা মা হওয়ার পর অনেক অভিনেত্রী বলিষ্ঠ চরিত্রে অভিনয় করেছেন। বলিউডে সাম্প্রতিক সময়ে আসা পরিবর্তনের ছোঁয়া দেখে আনন্দিত জেনেলিয়াও। তার কথায়, ‘মাতৃত্বের পর কিছু করা যাবে না, সেই পরিস্থিতি বদলে গেছে। আবার কাজ করলে দুই সন্তানকে সেটে নিয়ে যাবো। এমন সুযোগ আগে রাখা হতো না। এটা ইতিবাচক দিক। সাধারণভাবে নারীরা একাধিক কাজ করতে সক্ষম। এতে কারও সমস্যা থাকার কথা নয়। ’

২০১২ সালে বলিউড অভিনেতা রিতেশ দেশমুখকে ভালোবেসে বিয়ে করেছেন জেনেলিয়া। তাদের ঘর আলো করেছে দুই সন্তান। তাদের পুত্র রিয়ান জন্মেছে ২০১‌৪ সালের ২৫ নভেম্বর। কনিষ্ঠ পুত্র আলোর মুখ দেখেছে গত ১ জুন।

বাংলাদেশ সময় : ১২০৬ ঘণ্টা, অক্টোবর ০৬, ২০১৬
জেএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।