ঢাকা, বৃহস্পতিবার, ২৭ অগ্রহায়ণ ১৪৩১, ১২ ডিসেম্বর ২০২৪, ০৯ জমাদিউস সানি ১৪৪৬

বিনোদন

দুর্গাপূজায় দুই প্রজন্মের কণ্ঠে ‘অনুভবে’

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১০৭ ঘণ্টা, অক্টোবর ৬, ২০১৬
দুর্গাপূজায় দুই প্রজন্মের কণ্ঠে ‘অনুভবে’ ফাহমিদা নবী ও বেলাল খান

দুর্গাপূজা উপলক্ষে দুই প্রজন্মের দুই সংগীতশিল্পী ফাহমিদা নবী ও বেলাল খানের গাওয়া নতুন একটি গান প্রকাশ হলো। এর শিরোনাম ‘অনুভবে’।

এটি বাজারে এনেছে সুরাঞ্জলি।

‘অনুভবে’র কথা লিখেছেন সজীব শাহরিয়ার। সুর ও সংগীত পরিচালনা করেছেন জে.কে। তিনি বললেন, ‘অনেক সময় নিয়ে গানটি তৈরি করেছি। শ্রোতাদের ভালো লাগলে পরিশ্রম সার্থক হবে। ’

গানটি নিয়ে ফাহমিদা নবী বলেছেন, ‘মেলোডি ধাঁচের গানটির কথা, সুর ও সংগীতায়োজন সুন্দর হয়েছে। আমার গেয়ে ভালো লেগেছে। ’

বাংলাদেশ সময় : ১১০১ ঘণ্টা, অক্টোবর ০৬, ২০১৬
জেএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।