ঢাকা, বৃহস্পতিবার, ২৭ অগ্রহায়ণ ১৪৩১, ১২ ডিসেম্বর ২০২৪, ০৯ জমাদিউস সানি ১৪৪৬

বিনোদন

‘তরুণ তুর্কি’তে কোরিয়ান তরুণী

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৪২ ঘণ্টা, অক্টোবর ৫, ২০১৬
‘তরুণ তুর্কি’তে কোরিয়ান তরুণী ‘তরুণ তুর্কি’র দৃশ্যে (বাঁ থেকে) সিয়াম আহমেদ, আঁচল হোসেন, স্পর্শীয়া ও মায়ু ওয়াতানাবে

বেশ কয়েক বছর ধরে ঢাকায় বসবাস করছেন মায়ু ওয়াতানাবে নামক কোরিয়ান এক তরুণী। বাংলা ভাষায়ও স্পষ্টভাবে কথা বলতে ও গান গাইতে পারেন তিনি।

তাকে দেখা যাবে ধারাবাহিক নাটক ‘তরুণ তুর্কি’তে। এতে তার চরিত্রটি কোরিয়ান নাগরিকেরই।

সম্প্রতি উত্তরায় নাটকটির চিত্রায়নে অংশ নিয়েছেন মায়ু ওয়াতানাবে। গল্পের সঙ্গে সঙ্গতি রেখেই এই বিদেশিনীকে নেওয়া হয়েছে বলে জানালেন নাটকটির রচয়িতা ও পরিচালক ইমরায়ল রাফাত।

পরিচালক বললেন, ‘কোরিয়ান এই তরুণীর উপস্থিতির মাধ্যমে বোঝানো হবে, অন্য দেশের নাগরিক হওয়া স্বত্ত্বেও বাংলাদেশের মুক্তিযুদ্ধের ইতিহাস জেনে এ দেশে স্থায়ীভাবে বসবাস করছেন। এজন্য নিজেকে গর্বিত মনে করেন তিনি। এ দেশের জন্য যুদ্ধ করে লাখো মানুষ শহীদ হয়েছেন। অথচ এখানকার ছেলেমেয়েরা উচ্চশিক্ষা কিংবা রোজগারের উদ্দেশ্য নিয়ে দেশের বাইরে চলে যায়। এটা তাকে হতবাক করে। ’

এদিকে ‘তরুণ তুর্কি’তে নতুন যুক্ত হয়েছেন সিয়াম আহমেদ। এ ছাড়া বরাবরের মতো অভিনয় করছেন এফএস নাঈম, অ্যালেন শুভ্র, তৌসিফ মাহবুব, স্পর্শীয়া, ফারহান আহমেদ জোভান, তাসনুভা তিশা, আঁচল হোসেন, শামীম হাসান সরকার প্রমুখ।

১৯৭১ সালে মুক্তিযুদ্ধের সময় বেশিরভাগ মুক্তিযোদ্ধার বয়স ছিলো ১৬-৩০ বছর। সেই তরুণ মুক্তিযোদ্ধাদের চেতনায় অনুপ্রাণিত হয়ে এ সময়ের তরুণরা দেশের বিভিন্ন ক্ষেত্রে ইতিবাচক অবদান রাখছে।

ইতিমধ্যে ‘তরুণ তুর্কি’র নবম পর্ব প্রচারিত হয়েছে। বর্তমান প্রজন্মের মধ্যে মুক্তিযুদ্ধের চেতনা ছড়িয়ে দেওয়ার লক্ষ্য নিয়েই সাজানো এটি। ১০৪ পর্বের ধারাবাহিকটির ২৬ পর্বের চিত্রায়ন সম্পন্ন হয়েছে। প্রতি মঙ্গল ও বুধবার রাত সাড়ে ১১টায় এনটিভিতে প্রচারিত হচ্ছে নাটকটি।

বাংলাদেশ সময়: ১৩৩৯ ঘণ্টা, অক্টোবর ০৫, ২০১৬
জেএমএস/জেএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।