ঢাকা, বৃহস্পতিবার, ২৭ অগ্রহায়ণ ১৪৩১, ১২ ডিসেম্বর ২০২৪, ০৯ জমাদিউস সানি ১৪৪৬

বিনোদন

মন্ডপে নাচলেন পিয়া

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩৩৭ ঘণ্টা, অক্টোবর ৫, ২০১৬
মন্ডপে নাচলেন পিয়া ‘পূজা এলো’ গানের ভিডিওতে জান্নাতুল পিয়া

মডেল-অভিনেত্রী জান্নাতুল পিয়া শৈশব-কৈশোরে দুর্গাপূজা এলে মন্ডপে গিয়ে উঁকি দিতে ভুলতেন না। সেখানে নাচ-গানেও অংশ নিতেন তিনি।

কিন্তু বেড়ে ওঠার পর ইচ্ছে থাকা স্বত্ত্বেও ব্যস্ততার কারণে মন্ডপে যেতে পারেন না পিয়া। এবার অবশ্য পূজার প্রাক্কালে মন্ডপে নাচ-গান করার স্বাদ পেলেন তিনি।

শারদীয় দুর্গাপূজা উপলক্ষে ‘পূজা এলো’ শিরোনামের একটি মিউজিক ভিডিওর মডেল হলেন পিয়া। এজন্যই পূজার আগেই তার মন্ডপ দর্শন। এ প্রসঙ্গে তিনি বুধবার (৫ অক্টোবর) সকালে বাংলানিউজকে বললেন, ‘নিজেকে একটু ভিন্নভাবে দর্শকদের সামনে উপস্থাপনের লক্ষে এই মিউজিক ভিডিওর মডেল হলাম। আর আমার মধ্যে ধর্ম নিয়ে কোনো গোঁড়ামি নেই। আমার মতে -ধর্ম যার যার উৎসব সবার। ’

ছোটবেলার পূজার স্মৃতি রোমন্থন করে পিয়া বললেন, ‘তখন বন্ধুদের সঙ্গে মন্ডপে ঘুরতে যেতাম। খুলনায় আমার বাড়ির পাশে বড় মন্দির রয়েছে। ওখানকার মন্ডপেই মজা করতাম। কিন্তু এখন সময় স্বল্পতার কারণে আর মন্দির কিংবা মন্ডপে যাওয়া হয় না। এতোদিন পর আবার সেই অভিজ্ঞতা হলো এই মিউজিক ভিডিওর কাজ করতে গিয়ে। ’

ভিডিওতে পিয়ার সঙ্গে মডেল হয়েছেন চিত্রনায়ক শিপন। তার প্রসঙ্গে পিয়া বললেন, ‘আট বছর ধরে শিপনকে চিনি। তবে পর্দায় আমাদের একসঙ্গে কাজ করা হয়নি। আমরা উভয়ে কাজটি খুব উপভোগ করেছি। ’

শারদীয় দুর্গাপূজা উপলক্ষে গানটি গেয়েছেন কণ্ঠশিল্পী ন্যানসি। তার সঙ্গে কোরাসে কণ্ঠ দিয়েছেন মিলন ও সাফায়েত। ‘পূজো এলো’ শিরোনামের গানটি লিখেছেন স্নেহাশীষ ঘোষ। সুর করেছেন মিলন, সংগীত পরিচালনায় রেজওয়ান শেখ ও এমএমপি রনি। মিউজিক ভিডিওটি নির্মাণ করছেন সৈকত রেজা।

এ মিউজিক ভিডিওতে দেখা যাবে- দেশের জনপ্রিয় ২০-২৫ জন তারকা মন্দিরে এসে পূজা দেখছেন। তাদের মধ্যে থাকছেন সংগীতশিল্পী ফেরদৌস ওয়াহিদ, ইমরান, চিত্রনায়ক রিয়াজ, ফেরদৌসসহ অনেকে।  

বাংলাদেশ সময়: ১৩২৫ ঘণ্টা, অক্টোবর ০৫, ২০১৬
জেএমএস/জেএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।