ঢাকা, বৃহস্পতিবার, ২৭ অগ্রহায়ণ ১৪৩১, ১২ ডিসেম্বর ২০২৪, ০৯ জমাদিউস সানি ১৪৪৬

বিনোদন

কন্যার বাবা ফাওয়াদ

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১৩৭ ঘণ্টা, অক্টোবর ৫, ২০১৬
কন্যার বাবা ফাওয়াদ ফাওয়াদ খান ও তার স্ত্রী সাদাফ

পাকিস্তানি অভিনেতা ও গায়ক ফাওয়াদ খান দ্বিতীয়বারের মতো বাবা হলেন। তার স্ত্রী সাদাফ গত ১ অক্টোবর লাহোরের হামিদ লতিফ হাসপাতালে ফুটফুটে কন্যাসন্তান জন্ম দেন।

মা ও মেয়ে দু'জনই সুস্থ আছেন বলে জানিয়েছে তাদের ঘনিষ্ঠ একটি সূত্র।

আট বছর প্রেমের পর ২০০৫ সালে সাদাফকে বিয়ে করেন ফাওয়াদ। এর পাঁচ বছর পর তাদের ঘর আলো করে পুত্রসন্তান আয়ান খান। দ্বিতীয় সন্তানের জন্মের আগে স্ত্রীকে সময় দিতে হাতের কাজ শেষ করে গত জুলাইয়ে পাকিস্তানে ফিরেছেন ৩৪ বছর বয়সী এই তারকা।

ফাওয়াদকে সামনে দেখা যাবে করণ জোহর পরিচালিত ‘অ্যায় দিল হ্যায় মুশকিল’ ছবিতে। এটি মুক্তি পাবে আগামী ২৮ অক্টোবর। এতে তার সহশিল্পী হলেন রণবীর কাপুর, আনুশকা শর্মা ও ঐশ্বরিয়া রাই বচ্চন।

২০১৪ সালে ‘খুবসুরত’ ছবির মাধ্যমে বলিউডে অভিষেক হয় ফাওয়াদের। এতে তার বিপরীতে ছিলেন সোনম কাপুর। চলতি বছর মুক্তি পায় এই পাক অভিনেতার আরেক ছবি ‘কাপুর অ্যান্ড সানস’। এতে আরও ছিলেন সিদ্ধার্থ মালহোত্রা ও আলিয়া ভাট।

উরি আক্রমণের কারণে ভারত ও পাকিস্তানের মধ্যকার চলমান অরাজকতায় ফাওয়াদসহ প্রতিবেশী দেশের সব শিল্পীকে বলিউডে নিষিদ্ধ করা হয়েছে।

বাংলাদেশ সময় : ১১২৩ ঘণ্টা, অক্টোবর ০৫, ২০১৬
জেএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।