ঢাকা, বৃহস্পতিবার, ২৭ অগ্রহায়ণ ১৪৩১, ১২ ডিসেম্বর ২০২৪, ০৯ জমাদিউস সানি ১৪৪৬

বিনোদন

আট বছর পর শিপনের সঙ্গে এ্যানি

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৩২ ঘণ্টা, অক্টোবর ৪, ২০১৬
আট বছর পর শিপনের সঙ্গে এ্যানি শিপন ও এ্যানি

আট বছর আগের কথা। ২০০৮ সালে মোবাইল প্রতিষ্ঠান বাংলালিংকের একটি বিজ্ঞাপনচিত্রে একসঙ্গে মডেল হন শিপন ও এ্যানি।

সম্প্রতি আবার জুটি বেঁধে কাজ করলেন তারা। এবার দু’জনে মডেল হলেন একটি মিউজিক ভিডিওতে।

ন্যানসি ও মিজানের গাওয়া ‘এসো তুমি মনের দেশে’ গানটির ভিডিওতে দেখা যাবে চিত্রনায়ক শিপন ও ছোটপর্দার অভিনেত্রী এ্যানিকে। এটি নির্মাণ করছেন জিয়াউদ্দিন আলম। নৃত্য পরিচালনা করেছেন হাবীব।

আট বছর পর শিপনের সঙ্গে কাজ প্রসঙ্গে এ্যানি মঙ্গলবার (৪ অক্টোবর) বাংলানিউজকে বলেন, ‘শিপনের সঙ্গে আমার কাজের অভিজ্ঞতা দারুণ। এবারই প্রথম একসঙ্গে মিউজিক ভিডিওতে মডেল হলাম আমরা। সবচেয়ে অবাক করার মতো ব্যাপার হলো, আমাদের একটি শটও এনজি হয়নি। ’

গত ২ অক্টোবর সিলেটে পৌঁছেই সারাদিন শুটিং করেন সবাই। এ্যানি বললেন, ‘প্রথম দিন প্রচন্ড রোদের মধ্যে কাজ করেছি। পরদিন যেন রোদে পুড়তে না হয় তাই রাত তিনটায় উঠে মেকআপ করে তৈরি হয়েছি। কারণ রোদ ওঠার আগেই আমরা শুটিং শেষ করতে চেয়েছিলাম। তবুও সকাল থেকে একই অবস্থায় রাত পর্যন্ত কাজ করে ঢাকায় রওনা হয়েছি। মঙ্গলবার সকালে ঢাকায় ফেরার পর বাসার সবাই দেখে বলছে আমার চেহারা নাকি বদলে গেছে!’

ভিডিওটির চিত্রায়ন হয়েছে সিলেটের জাফলংয়ে। সেখানকার সৌন্দর্য কমে গেছে মন্তব্য করে এ্যানি বললেন, ‘অনিয়মের কারণে ওখানকার প্রাকৃতিক সৌন্দর্য নষ্ট হচ্ছে। রাস্তাগুলোরও খুবই নাজুক অবস্থা। ’

ঈদুল আজহায় জিপি মিউজিক ও রবি ইয়ন্ডারে প্রকাশিত ‘দেখো না’ নামের একটি মিশ্র অ্যালবামে ছিলো ‘এসো তুমি মনের দেশে’ গানটি। এর সুর ও সংগীত পরিচালনা করেছেন রেজোয়ান শেখ। শিগগিরই জিসান মাল্টিমিডিয়ার ইউটিউব চ্যানেলে ভিডিওটি প্রকাশ হবে।

বাংলাদেশ সময়: ১৬২১ ঘণ্টা, অক্টোবর ০৪, ২০১৬
জেএমএস/জেএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।