ঢাকা, বৃহস্পতিবার, ২৭ অগ্রহায়ণ ১৪৩১, ১২ ডিসেম্বর ২০২৪, ০৯ জমাদিউস সানি ১৪৪৬

বিনোদন

‘সুপার বয়ফ্রেন্ড’ হতে মারামারি শিখলেন তৌসিফ

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৫১ ঘণ্টা, অক্টোবর ৪, ২০১৬
‘সুপার বয়ফ্রেন্ড’ হতে মারামারি শিখলেন তৌসিফ ‘সুপার বয়ফ্রেন্ড’ টেলিছবিতে তৌসিফ মাহবুব ও শাহতাজ

চলচ্চিত্রে অভিনয়ের প্রয়োজনে হরহামেশাই অভিনয়শিল্পীরা মারামারির কৌশল শিখে থাকেন। শুটিংয়ের আগে খানিকটা সময় অনুশীলনের মাধ্যমে নিজেকে ঝালিয়ে নিয়ে প্রস্তুতি নেন তারা।

ছোটপর্দার এ সময়ের অভিনেতা তৌসিফ মাহবুবও মারামারির করা শিখলেন। কোনো চলচ্চিত্রের প্রয়োজনে নয়, ‘সুপার বয়ফ্রেন্ড’ নামের একটি টেলিছবির জন্যই তাকে রীতিমতো অনুশীলনের মাধ্যমে মারধর শিখতে হয়েছে।

এ প্রসঙ্গে তৌসিফ মঙ্গলবার (৪ অক্টোবর) দুপুরে বাংলানিউজকে বললেন, ‘অনেকটা তড়িঘড়ি করেই শুটিংয়ের প্রয়োজনে মারামারি শিখেছি। এবারই প্রথম এই অভিজ্ঞতা হলো। এফডিসির ২১ বছরের অভিজ্ঞ ফাইটার জুম্মান ভাইয়ের কাছে গিয়ে দুই দিন মারামারি অনুশীলন করেছি। শুটিংয়ের সময়ও তিনি উপস্থিত থেকে বিভিন্ন কৌশল ধরিয়ে দিয়েছেন। ’

সম্প্রতি রাজধানীর দিয়াবাড়ি, উত্তরাসহ বিভিন্ন স্থানে টেলিছবিটির দৃশ্যধারণ চলছে। তৌসিফের আশা, এটি সিনেমা না হলেও টেলিছবিটি দেখলে দর্শকরা চলচ্চিত্রের স্বাদ পাবেন। কারণ সব আয়োজন চলচ্চিত্রে মতোই ছিলো।

‘সুপার বয়ফ্রেন্ড’ সায়েন্স ফিকশন ঘরানার টেলিছবি। এখানে তৌসিফের চরিত্রের নাম সাদ। ছেলেটি শান্ত প্রকৃতির। তার ঘনিষ্ঠ বন্ধু রাজ প্যারিস প্রবাসী। সে সুপার হিউম্যান। ইচ্ছে করলে অন্যের শরীরে প্রবেশ করার ক্ষমতা রাখে রাজ। প্রতিদিন রাতে সে প্যারিস থেকে বাংলাদেশে এসে সাদের শরীরে প্রবেশ করে। তখন সাদের ভেতর রাজের চালচলন, কথাবার্তা ইত্যাদি ফুটে ওঠে। রাজের প্রেমিকার চরিত্রে অভিনয় করেছেন শাহতাজ। সাদ তাকে বোঝাতে চেষ্টা করে সে-ই রাজ। কিন্তু মেয়ে বিশ্বাস করে না।

আহমেদ জিহাদের রচনা ও পরিচালনায় ‘সুপার বয়ফ্রেন্ড’-এ আরও অভিনয় করেছেন মুনিরা মিঠু, কচি খন্দকার, শিমুল খান। শিগগিরই একটি টিভি চ্যানেলে দেখা যেতে পারে টেলিছবিটি।

তৌসিফ ও শাহতাজ এ নিয়ে দ্বিতীয়বার একসঙ্গে কাজ করলেন। যদিও তাদের অভিনীত আগের নাটকটি এখনও প্রচার হয়নি।

আরও পড়ুন>>>
* সাবিলা দেখতেই দোতলা থেকে তৌসিফের লাফ!
* একশো কোটি টাকার মালিক হতে চাই: তৌসিফ
* ঘুমের অভিনয় করতে গিয়ে ঘুমিয়ে গেলেন তৌসিফ!
* মেহজাবিনের মেডিটেশন, অতিথি তৌসিফ

* তাহসানের গানে মডেল তৌসিফ

বাংলাদেশ সময়: ১৫৪১ ঘণ্টা, অক্টোবর ০৪, ২০১৬
জেএমএস/জেএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।