ঢাকা, বৃহস্পতিবার, ২৭ অগ্রহায়ণ ১৪৩১, ১২ ডিসেম্বর ২০২৪, ০৯ জমাদিউস সানি ১৪৪৬

বিনোদন

সুবীর নন্দীর কণ্ঠে ‘আগমনীর ভোরে’

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০০২ ঘণ্টা, অক্টোবর ৩, ২০১৬
সুবীর নন্দীর কণ্ঠে ‘আগমনীর ভোরে’ সুবীর নন্দী

শারদীয় দুর্গোৎসবের প্রাক্কালে প্রতিবারের মতো এবারও ধর্মীয় ভাব-গাম্ভীর্যের মধ্য দিয়ে অনুষ্ঠিত হয়েছে মহালয়া। মূলত মহালয়ার মধ্য দিয়েই দেবী দুর্গাকে মর্তে স্বাগত জানানো হয়।

দুর্গাপূজার আনন্দকে বাড়িয়ে দিতে নতুন একটি গান করেছেন বরেণ্য কণ্ঠশিল্পী সুবীর নন্দী। এর শিরোনাম ‘আগমনীর ভোরে’।

নতুন গান প্রসঙ্গে সুবীর নন্দী বললেন, ‘কথা, সুর ও সংগীতায়োজন চমৎকার। এবারের দুর্গোৎসবে গানটি বিশেষ মাত্রা যোগ করবে বলে আমার বিশ্বাস। ’

গানটির কথা লিখেছেন প্রণব সাহা, সুর করেছেন রিপন চৌধুরী। সংগীতায়োজনে মধু মুখার্জি। এটি বাজারে আনছে ঈগল মিউজিক।

বাংলাদেশ সময় : ১৮০২ ঘণ্টা, অক্টোবর ০৩, ২০১৬
জেএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।