ঢাকা, বৃহস্পতিবার, ২৭ অগ্রহায়ণ ১৪৩১, ১২ ডিসেম্বর ২০২৪, ০৯ জমাদিউস সানি ১৪৪৬

বিনোদন

নয় বছর পর গানে শিপলুর ফেরা

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭২০ ঘণ্টা, অক্টোবর ২, ২০১৬
নয় বছর পর গানে শিপলুর ফেরা শিপলু

দীর্ঘ নয় বছর পর আবার গানে ফিরলেন কণ্ঠশিল্পী শিপলু। আগামী ৬ অক্টোবর গান এন্টারটাইমেন্টের ইউটিউব চ্যানেলে প্রকাশ হবে তার গাওয়া ‘মরুর আকাশে’ ও ‘শিশির কনা’।

ইতিমধ্যে গান এন্টারটেইমেন্টের ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলে এগুলোর প্রোমো প্রকাশিত হয়েছে।

গান দুটি লিখেছেন রাজীব আহমেদ। শিপলুর সুরে এগুলোর সংগীত পরিচালনা করেছেন পারভেজ জুয়েল। এরই মধ্যে রাজধানীর একটি স্টুডিওতে এগুলোর ভিডিওচিত্র নির্মাণের কাজ শেষ হয়েছে।

ইউটিউবে গান দুটি প্রকাশ প্রসঙ্গে শিপলু বলেন, ‘এবারই প্রথম অনলাইনে আমার গান প্রকাশ হচ্ছে। এজন্য আমি আনন্দিত। একই সঙ্গে শ্রোতাদের প্রতিক্রিয়ার অপেক্ষায় আছি। ’

২০০৬ সালে সংগীতা থেকে প্রকাশিত হয় ‘মন কাঁদে’ শিরোনামে শিপলুর প্রথম একক অ্যালবাম। পরের বছর সংগীতা বাজারে আনে তার দ্বিতীয় অ্যালবাম ‘এই মন জ্বলে’। দুটি অ্যালবামের সংগীত পরিচালনা করেন ইবরার টিপু ও রাজেশ।

বাংলাদেশ সময় : ১৭১৩ ঘণ্টা, অক্টোবর ০২, ২০১৬
জেএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।