ঢাকা, বৃহস্পতিবার, ২৭ অগ্রহায়ণ ১৪৩১, ১২ ডিসেম্বর ২০২৪, ০৯ জমাদিউস সানি ১৪৪৬

বিনোদন

চম্পার সঙ্গে র‌্যাম্পে ফেরদৌস (ভিডিও)

জান্নাতুল মাওয়া, স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪০৯ ঘণ্টা, অক্টোবর ২, ২০১৬
চম্পার সঙ্গে র‌্যাম্পে ফেরদৌস (ভিডিও) ফেরদৌস ও চম্পা, ছবি: নূর-বাংলানিউজটোয়েন্টিফোর.কম

দেশীয় চলচ্চিত্রের দুই প্রজন্মের দুই তারকা চম্পা ও ফেরদৌস একসঙ্গে ক্যাটওয়াক করলেন। তাদের এই রসায়ন শনিবার (১ অক্টোবর) হোটেল ওয়েস্টিনে আমন্ত্রিত অতিথিদের মন কেড়েছে।

ফ্যাশন ডিজাইনার সাব্বির শওকতের ফ্যাশন প্রতিষ্ঠান এস ফ্যাশন হাউজের উদ্বোধনী অনুষ্ঠানে র‌্যাম্পে হাঁটলেন দু’জনে। তখন বাজছিলো হাবিব ও ন্যানসির গাওয়া জনপ্রিয় গান ‘হৃদয়ের কথা’। দুই মিনিট পাশাপাশি হাঁটেন তারা। এ সময় অতিথিদের হর্ষধ্বনি ও হাততালিতে মুখর হয়ে ওঠে বলরুম।

চম্পার আগে একাও কিছুক্ষণ ক্যাটওয়াক করেছেন ফেরদৌস। এ সময় বেজেছে তার অভিনীত ‘হঠাৎ বৃষ্টি’ ছবির ‘সোনালি প্রান্তরে’ গানটি। ছোটবেলা থেকে যার অভিনয় দেখেছেন, সেই চম্পার সঙ্গে র‌্যাম্পে হাঁটতে পেরে তার মধ্যে উচ্ছ্বাস দেখা গেলো।

এ আয়োজনে চম্পার বড় দুই বোনও ছিলেন। সুচন্দা প্রতিষ্ঠানটির উদ্বোধন ঘোষণা করেন। আর ববিতা উদ্বোধন করেন এস ফ্যাশন হাউজের ওয়েবসাইট। ফ্যাশন শোর ফাঁকে ফাঁকে ছিলো নাচ। র‌্যাম্পের কোরিওগ্রাফির পাশাপাশি ক্যাটওয়াক করেছেন মডেল বুলবুল টুম্পা।

অনুষ্ঠানে শুভেচ্ছা জানাতে আসেন রবীন্দ্রসংগীতশিল্পী সাদি মহম্মদ, তানজিনা তমা, নৃত্য জুটি শামীম আরা নীপা ও শিবলী মোহাম্মদ, অভিনেত্রী ও নৃত্যশিল্পী-অভিনেত্রী চাঁদনী, নৃত্যশিল্পী ডলি ইকবাল, আনিসুল ইসলাম হিরু, নিসা, নৃত্য পরিচালক কবিরুল ইসলাম রতন ও ইভান শাহরিয়ার সোহাগ।

* চম্পা ও ফেরদৌসের ক্যাটওয়াক করার ভিডিও দেখুন :

বাংলাদেশ সময়: ১৪০১ ঘণ্টা, অক্টোবর ০২, ২০১৬
জেএমএস/জেএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।