ঢাকা, বৃহস্পতিবার, ২৭ অগ্রহায়ণ ১৪৩১, ১২ ডিসেম্বর ২০২৪, ০৯ জমাদিউস সানি ১৪৪৬

বিনোদন

‘আয়নাবাজি’র অতিথি আরিফিন শুভ

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৫৭ ঘণ্টা, সেপ্টেম্বর ৩০, ২০১৬
‘আয়নাবাজি’র অতিথি আরিফিন শুভ আরিফিন শুভ, ছবি: নূর-বাংলানিউজটোয়েন্টিফার.কম

খবরটা চমকই বটে! চিত্রনায়ক আরিফিন শুভ অভিনয় করেছেন ‘আয়নাবাজি’তে। এতোদিন খবরটা লুকানোই ছিলো।

ছবিটি মুক্তির একদিন প্রাক্কালে এ তথ্য ফাঁস করলেন তিনি নিজেই। তবে সরাসরি নয়, পরোক্ষভাবে।

সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে বৃহস্পতিবার (২৯ সেপ্টেম্বর) সকালে ‘আয়নাবাজি’র পোস্টার শেয়ার করে শুভ বলেন, ‘দেখার জন্য মুখিয়ে আছি। ’ শুক্রবার মুক্তি পেয়েছে এই ছবি। এদিন গাড়িতে চড়ে প্রেক্ষাগৃহে যাওয়ার সময় আরেকটি স্ট্যাটাসে তিনি লেখেন, ‘আয়নাবাজির মেজাজে আছি। ’

এরপর শুভর সঙ্গে যোগাযোগ করলে তিনি বাংলানিউজকে জানান, ছবিটিতে অতিথি শিল্পী হিসেবে অভিনয় করেছেন তিনি। শেষের দিকে দুটি দৃশ্যে দেখা যাবে তাকে। এখানে তার চরিত্রটি কী রকম? তিনি বললেন, ‘সিনেমা হলে গিয়েই বরং দর্শকরা এটা দেখুক। ’

অতিথি শিল্পী হিসেবে এবারই প্রথম কোনো ছবিতে হাজির হলেন শুভ। আগামীতে যদি প্রস্তাব আসে করবেন কি-না প্রশ্ন করলে তিনি বলেন, ‘নিশ্চয়ই। শিল্পীর কাজ তো আনন্দ দেওয়া, যদি সবাই আনন্দ পায় তাহলে আমার আপত্তি নেই। ’

অমিতাভ রেজা পরিচালিত ‘আয়নাবাজি’ ছবিতে আয়না চরিত্রে অভিনয় করেছেন চঞ্চল চৌধুরী। এ ছাড়াও আছেন নাবিলা, পার্থ বড়ুয়া, লুৎফর রহমান জর্জ, গাউসুল আলম শাওন, ইফাত তৃষা, বৃন্দাবন দাস প্রমুখ। কনট্যান্ট ম্যাটার্সের প্রযোজনায় হাফ স্টপ ডাউন লিমিটেড নির্মিত এ ছবির কাহিনীকার গাউসুল আলম শাওন। সংলাপ লিখেছেন অনম বিশ্বাস ও আদনান আদীব খান।

বাংলাদেশ সময়: ১৬৪৪ ঘণ্টা, সেপ্টেম্বর ৩০, ২০১৬
জেএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।