ঢাকা, বৃহস্পতিবার, ২৭ অগ্রহায়ণ ১৪৩১, ১২ ডিসেম্বর ২০২৪, ০৯ জমাদিউস সানি ১৪৪৬

বিনোদন

চিরনিদ্রায় শায়িত হলেন কণ্ঠশিল্পী সালমা সুলতানা

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৪৭ ঘণ্টা, সেপ্টেম্বর ৩০, ২০১৬
চিরনিদ্রায় শায়িত হলেন কণ্ঠশিল্পী সালমা সুলতানা সালমা সুলতানা

দেশের সংগীতাঙ্গন শোকাহত। সবাইকে ছেড়ে গেছেন নজরুলসংগীতশিল্পী সালমা সুলতানা।

শুক্রবার (৩০ সেপ্টেম্বর) বাদ জুমা ঢাকার গুলশানের আজাদ মসজিদে মরহুমের জানাজা শেষে বনানী কবরস্থানে দাফন করা হয়।

মিরপুর কিডনি ফাউন্ডেশন হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় বৃহস্পতিবার (২৯ সেপ্টেম্বর) রাত আটটায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন সালমা সুলতানা (ইন্নালিল্লাহি...রাজিউন)। তার বয়স হয়েছিলো ৫৭ বছর।

সালমা সুলতানা বেড়ে উঠেছেন সংগীত পরিবারে। তার বোন রেবেকা সুলতানা ও আবিদা সুলতানা জনপ্রিয় গায়িকা এবং ভাই শওকত আলি ইমন সংগীত পরিচালক। তাদের আরেক বোন চিত্রা সুলতানা।

সালমা সুলতানা ছিলেন সংগীত পরিচালক আলাউদ্দিন আলীর প্রথম স্ত্রী। তাদের সংসারের একমাত্র সন্তান আলিফ আলাউদ্দিন জনপ্রিয় গায়িকা। মায়ের আত্মার শান্তি কামনা করে সবার কাছে দোয়া চেয়েছেন তিনি।

প্রায় ছয় মাস ধরেই কিডনিজনিত রোগে ভুগছিলেন সালমা সুলতানা। ১৯৯৫ সালে তার শরীরে কিডনি প্রতিস্থাপন করা হয়। সেটাই ছয় মাস ধরে জটিল আকার ধারণ করে। শেষ পর্যন্ত চিরবিদায় নিলেন তিনি।

বাংলাদেশ সময়: ১৫৩৭ ঘণ্টা, সেপ্টেম্বর ৩০, ২০১৬
জেএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।