ঢাকা, বৃহস্পতিবার, ২৭ অগ্রহায়ণ ১৪৩১, ১২ ডিসেম্বর ২০২৪, ০৯ জমাদিউস সানি ১৪৪৬

বিনোদন

সুপার বৌলের মধ্যবিরতিতে মাতাবেন লেডি গাগা

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২৩৩ ঘণ্টা, সেপ্টেম্বর ৩০, ২০১৬
সুপার বৌলের মধ্যবিরতিতে মাতাবেন লেডি গাগা লেডি গাগা

২০১৭ সালের সুপার বৌলের মধ্যবিরতির অনুষ্ঠানে সংগীত পরিবেশন করবেন ছয়বার গ্র্যামী পুরস্কার জয়ী পপ গায়িকা লেডি গাগা। যুক্তরাষ্ট্রের টেক্সাসের হাউস্টনে আগামী বছরের ৫ ফেব্রুয়ারি থাকছে এই আয়োজন।

শুক্রবার (৩০ সেপ্টেম্বর) ভোর ছয়টায় টুইটারে এ ঘোষণা দেন গাগা নিজেই। সম্প্রতি ইউটিউবে এসেছে তার নতুন গান ‘পারফেক্ট ইল্যুশন’। এর রেশ ধরে গোল্ডন গ্লোব জয়ী ও অস্কার মনোনীত ৩০ বছর বয়সী এই তারকা লিখেছেন, ‘এটা ইল্যুশন (বিভ্রম) নয়। গুঞ্জনটি সত্যি। এবারের সুপার বৌল হবে গাগাময়!’

এ নিয়ে দ্বিতীয়বার সুপারবৌলের মঞ্চে আসছেন গাগা। চলতি বছরের ফেব্রুয়ারিতে তার কণ্ঠে আমেরিকার জাতীয় সংগীত পরিবেশনের মধ্য দিয়ে শুরু হয় খেলা।

সুপার বৌল হলো যুক্তরাষ্ট্রে টেলিভিশনে সবচেয়ে বেশি দেখা অনুষ্ঠান। ১০ কোটিরও বেশি দর্শক এটি দেখেন। টিভি বিজ্ঞাপনদাতাদের জন্যও সবচেযে ব্যয়বহুল আয়োজন। এ সময় ৩০ সেকেন্ডের বিজ্ঞাপন দিতে লাখ লাখ ডলার গুনতে হয় তাদেরকে।

গত বছর সুপার বৌলের মধ্যবিরতিতে সংগীত পরিবেশন করেন মার্কিন গায়িকা বিয়ন্সে, ব্রিটিশ ব্যান্ড কোল্ডপ্লে ও ব্রুনো মার্স। এবার অবশ্য গাগা একাই থাকছেন। ২০১০ সালে সবশেষ দ্য হু একা ছিলো এ আয়োজনে। সুপার বৌলের ইতিহাসে মাইকেল জ্যাকসন ও ম্যাডোনার মতো বিখ্যাত সংগীতশিল্পী গেয়েছেন।

বাংলাদেশ সময়: ১২৩১ ঘণ্টা, সেপ্টেম্বর ৩০, ২০১৬
জেএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।