ঢাকা, বৃহস্পতিবার, ২৭ অগ্রহায়ণ ১৪৩১, ১২ ডিসেম্বর ২০২৪, ০৯ জমাদিউস সানি ১৪৪৬

বিনোদন

৯ বছর পর বলিউডে ফিরলেন ভূমিকা

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৪৮ ঘণ্টা, সেপ্টেম্বর ২৯, ২০১৬
৯ বছর পর বলিউডে ফিরলেন ভূমিকা ‘এম.এস. ধোনি: দ্য আনটোল্ড স্টোরি’ ছবিতে ভূমিকা চাওলা ও সুশান্ত সিং রাজপুত

৯ বছর পর বলিউডে ফিরলেন অভিনেত্রী ভূমিকা চাওলা। নীরাজ পান্ডে পরিচালিত ‘এম.এস. ধোনি: দ্য আনটোল্ড স্টোরি’ ছবিতে দেখা যাবে তাকে।

তিনি মনে করেন, ভারতের সবচেয়ে সফল অধিনায়কের ব্যক্তিজীবন জানার আকাঙ্ক্ষা থাকতেই পারে সবার মধ্যে। কারণ গল্পটা বেশ অনুপ্রেরণাদায়ক।

বার্তা সংস্থা আইএএনএসকে ভূমিকা বলেছেন, ‘ছবিটিতে কাজ করতে ধোনির সম্পর্কে যা কিছু জেনেছি তা আগে জানতাম না। আমি নিশ্চিত, তার ব্যক্তিজীবন নিয়ে বেশিরভাগ মানুষ খুব বেশি জানে না। এই গল্প জানা আমাদের সবারই প্রাপ্য। এটা অনুপ্রাণিত হওয়ার মতোই কাহিনি। ক্রিকেটার ধোনির চেয়েও অনেক বিষয় আছে এখানে। ’

ছবিটি বিশ্বব্যাপী মুক্তি পাবে শুক্রবার (৩০ সেপ্টেম্বর)। ভারতের বর্তমান ওয়ানডে অধিনায়ক মহেন্দ্র সিং ধোনির জীবন অবলম্বনে তৈরি হয়েছে এটি। এতে নাম ভূমিকায় আছেন সুশান্ত সিং রাজপুত। আর ভূমিকা অভিনয় করেছেন ধোনির বোন জয়ন্তী চরিত্রে। পরিচালকের গবেষণা অবলম্বন করে নিজেকে তৈরি করেছেন ৩৮ বছর বয়সী এই তারকা।

ভূমিকা বললেন, ‘জয়ন্তীর সঙ্গে সাক্ষাৎ হয়নি আমার। চরিত্রটিকে বুঝে অভিনয় করার জন্য নীরাজের গবেষণাই যথেষ্ট ছিলো। আমি তার ভক্ত। অবশেষে তার পরিচালনায় কাজ করতে পারলাম। এজন্য আমি সত্যিই উচ্ছ্বসিত। তাছাড়া ভারতের অন্যতম দারুণ ক্রিকেটারের জীবন নির্ভর ছবিতে কাজের সুযোগ হাতছাড়া করতে চাইনি। এটা এমন একটা সুযোগ যা ফিরিয়ে দেওয়া যায় না। ’

গত ৯ বছর স্বামী, সন্তান আর সংসারেই সময় দিয়েছেন ভূমিকা। তার পুত্রের বয়স দুই বছর। তবে ব্যক্তিজীবনের কারণে যে তিনি অভিনয় থেকে দূরে ছিলেন তা নয়। তার ভাষ্য, ‘হতে পারে অনেক বছর হিন্দি ছবিতে কাজ করিনি। তবে দক্ষিণী ছবিতে ঠিকই ব্যস্ত ছিলাম। এমনকি আমার সন্তান জন্মের পরও সেখানে কাজ করেছি। কোনো ছবি আমাকে আগ্রহী করে তুললে তা হাতে নিই। সামনে তেলেগু ভাষার বড় বাজেটের দুটি ছবিতে অভিনয় করবো। ’

‘তেরে নাম’ ছবিতে সালমান খানের বিপরীতে বলিউডে অভিষেক হয় ভূমিকার। তার সবশেষ ছবি ছিলো ২০০৭ সালে মুক্তিপ্রাপ্ত ফিরোজ আব্বাস খান পরিচালিত ‘গান্ধী, মাই ফাদার’।

বাংলাদেশ সময়: ১৯৪১ ঘণ্টা, সেপ্টেম্বর ২৯, ২০১৬
জেএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।