ঢাকা, বৃহস্পতিবার, ২৭ অগ্রহায়ণ ১৪৩১, ১২ ডিসেম্বর ২০২৪, ০৯ জমাদিউস সানি ১৪৪৬

বিনোদন

মণিপুরি থিয়েটারের নটমন্ডপে ‘মুল্লুক’

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩২২ ঘণ্টা, সেপ্টেম্বর ২৯, ২০১৬
মণিপুরি থিয়েটারের নটমন্ডপে ‘মুল্লুক’ দৃশ্য : ‘মুল্লুক’

মৌলভীবাজার জেলার কমলগঞ্জ থানার ঘোড়ামারা গ্রামে মণিপুরি থিয়েটার ২০১২ সালে গড়ে তোলে স্টুডিও থিয়েটার ‘নটমন্ডপ’। শুক্রবার (৩০ সেপ্টেম্বর) সন্ধ্যায় এখানে মঞ্চায়ন হবে বাংলাদেশ শিল্পকলা একাডেমির নাট্য প্রযোজনা ‘মুল্লুক’।

নাটকটি লিখেছেন ও নির্দেশনা দিয়েছেন বাকার বকুল। তিনি জানান, মৌলভীবাজারে ‘মুল্লুক’-এর দুটি প্রদর্শনী হবে। বৃহস্পতিবার (২৯ সেপ্টেম্বর) সন্ধ্যা সাড়ে ৬টায় জেলা শিল্পকলা একাডেমির আমন্ত্রণে এর একটি বিশেষ প্রদর্শনী হবে মৌলভীবাজার সরকারি উচ্চ বিদ্যালয় মিলনায়তনে।

জেলা শিল্পকলা একাডেমির (মৌলভীবাজার) কালচারাল অফিসার জ্যোতি সিনহা জানান, নাট্য প্রদর্শনীর আগে মৌলভীবাজারের শিল্প-সংস্কৃতিতে বিশেষ অবদানের জন্য  প্রদান করা হবে ‘জেলা শিল্পকলা একাডেমি গুণীজন সম্মাননা-২০১৫ পদক’। অনুষ্ঠানে প্রধান অতিথি থাকবেন ড. মুহম্মদ জাফর

এ বছর মৌলভীবাজার জেলা শিল্পকলা একাডেমি সম্মাননা পাচ্ছেন আজিজুর রহমান (নাট্যকলা), রজত কান্তি ভট্টাচার্য (কণ্ঠসংগীত), আহমদ সিরাজ (লোকসংস্কৃতি), বেগম নিপা ভট্টাচার্য্য (নৃত্যকলা), মিহির ভৌমিক (চারুকলা)।

‘মুল্লুক’ নাটকের গল্প মৃত্যুপথযাত্রী অশীতিপর এক বৃদ্ধাকে ঘিরে। বিভিন্ন চরিত্রে অভিনয় করছেন রবিউল ইসলাম, শশাংক শাহা, রুনা কাঞ্চন, সোহেল মণ্ডল, শারমীন আক্তার শর্মী, শফিকুল ইসলাম, নজরুল ইসলাম, সোহেল রানা, হাফিজা আক্তার ঝুমা, ইন্দ্রানী ঘটক, মেবিন হাসান, শামীম শেখ, আকাশ সরকার, তানবীর লিমন ও শান স্বপন।

বাংলাদেশ সময় : ১৩২৭ ঘণ্টা, সেপ্টেম্বর ২৯, ২০১৬
জেএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।