ঢাকা, বৃহস্পতিবার, ২৭ অগ্রহায়ণ ১৪৩১, ১২ ডিসেম্বর ২০২৪, ০৯ জমাদিউস সানি ১৪৪৬

বিনোদন

শাহরুখ-কাজলের সেই দৃশ্য মনে করিয়ে দিলেন অর্জুন-শ্রদ্ধা

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২৪৯ ঘণ্টা, সেপ্টেম্বর ২৯, ২০১৬
শাহরুখ-কাজলের সেই দৃশ্য মনে করিয়ে দিলেন অর্জুন-শ্রদ্ধা

লোকাল ট্রেন চলতে শুরু করেছে। একটি কামরার দরজায় শাহরুখ খান দাঁড়িয়ে।

সেই কামরা ধরতে দৌড়াচ্ছেন কাজল। তার দিকে হাত বাড়িয়ে রেখেছেন শাহরুখ। শেষমেষ ট্রেনে উঠতে সক্ষম হন কাজল।

‘দিলওয়ালে দুলহানিয়া লে জায়েঙ্গে’ (১৯৯৫) ছবির এই দর্শকপ্রিয় দৃশ্যের পুনরাবৃত্তি দেখা যাবে ‘হাফ গার্লফ্রেন্ড’-এ। তবে এখানে নায়িকাকে ট্রেনের দরজায় আর ট্রেন ধরার জন্য নায়ককে প্ল্যাটফর্মে দৌড়াতে দেখা যাবে।

এ দৃশ্যের কাজ করার সময় তোলা একটি ছবি ইনস্টাগ্রামে শেয়ার করেছেন অর্জুন কাপুর। ক্যাপশনে তিনি লিখেছেন, ‘দিলওয়ালে দুলহানিয়া লে জায়েঙ্গে ছবিতে আমাদের প্রিয় মুহূর্ত। ’

চেতন ভগতের উপন্যাস অবলম্বনে ‘হাফ গার্লফ্রেন্ড’ পরিচালনা করছেন মোহিত সুরি। বেশ কিছুদিন ধরে প্রেমের ছবিটির কাজ করছেন অর্জুন ও শ্রদ্ধা কাপুর। যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে কাজ শেষে এবার মুম্বাইয়ে দৃশ্যধারণের পরবর্তী ধাপ শুরু করেছেন তারা। এর মধ্যে লোকাল ট্রেনে দেখা গেলো দু’জনকে।

ছবিটিতে অর্জুনকে দেখা যাবে বাস্কেটবল খেলোয়াড় মাধব জা চরিত্রে। দিল্লিতে কলেজে ভর্তি হয় সে। শ্রদ্ধা থাকছেন বাস্কেটবলপ্রেমী রিয়া সোমানির ভূমিকায়।   এটি মুক্তি পাবে ২০১৭ সালের ১৯ মে।

চেতনের উপন্যাস অবলম্বনে ‘টু স্টেটস’ ছবিতেও অভিনয় করেন অর্জুন। তাকে সবশেষ দেখা গেছে ‘কি অ্যান্ড কা’য়। অন্যদিকে শ্রদ্ধার সবশেষ মুক্তিপ্রাপ্ত ছবি হলো ‘বাঘি’। তার হাতে আরও আছে ‘রক অন টু’ ও ‘ওকে জানু’।

বাংলাদেশ সময় : ১২৩৯ ঘণ্টা, সেপ্টেম্বর ২৯, ২০১৬
জেএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।