ঢাকা, বৃহস্পতিবার, ২৭ অগ্রহায়ণ ১৪৩১, ১২ ডিসেম্বর ২০২৪, ০৯ জমাদিউস সানি ১৪৪৬

বিনোদন

লতার গান গাইবেন আলম আরা মিনু

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৫৬ ঘণ্টা, সেপ্টেম্বর ২৮, ২০১৬
লতার গান গাইবেন আলম আরা মিনু লতা মঙ্গেশকর ও আলম আরা মিনু

ভারতের জীবন্ত কিংবদন্তি লতা মঙ্গেশকরের জনপ্রিয় গানের তালিকা অনেক দীর্ঘ। সেখান থেকে কয়েকটি গান গাইবেন বাংলাদেশের গায়িকা আলম আরা মিনু।

আরটিভির ‘মিউজিক স্টেশন’-এ থাকবে লতার কালজয়ী কিছু গান। এতে মিনুর পাশাপাশি লতার গান গাইবেন অলোক সেন ও আনুশা।

বুধবার (২৮ সেপ্টেম্বর) লতার ৮৭তম জন্মদিন। এ উপলক্ষে অনুষ্ঠানটি সাজানো হচ্ছে তার গান নিয়ে। স্টুডিও থেকে সরাসরি সম্প্রচার করা হবে বৃহস্পতিবার (২৯ সেপ্টেম্বর) রাত ১১টা ২০ মিনিটে। প্রযোজনায় শাহ আমীর খসরু।

বাংলাদেশ সময়: ১৯৫০ ঘণ্টা, সেপ্টেম্বর ২৮, ২০১৬
জেএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।