ঢাকা, বৃহস্পতিবার, ২৭ অগ্রহায়ণ ১৪৩১, ১২ ডিসেম্বর ২০২৪, ০৯ জমাদিউস সানি ১৪৪৬

বিনোদন

সালমান শাহ উৎসবে এফডিসিতে ফ্লোরের নামকরণের আশ্বাস?

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬০৭ ঘণ্টা, সেপ্টেম্বর ২৮, ২০১৬
সালমান শাহ উৎসবে এফডিসিতে ফ্লোরের নামকরণের আশ্বাস? সালমান শাহ (জন্ম: ১৯ সেপ্টেম্বর ১৯৭১, মৃত্যু: ৬ সেপ্টেম্বর ১৯৯৬)

চলচ্চিত্র শিল্পীদের আঁতুড়ঘর এফডিসিতে ক্ষণজন্মা চিত্রনায়ক সালমান শাহর কোনো স্মৃতিচিহ্ন বা স্মারক নেই। তার নামে এফডিসির একটি ফ্লোরের নামকরণের দাবি উঠেছে ভক্তদের পক্ষ থেকে।

বৃহস্পতিবার (২৯ সেপ্টেম্বর) বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন সংস্থার (বিএফডিসি) জসিম ফ্লোরে ‘সালমান শাহ উৎসব ২০১৬’ শীর্ষক আয়োজনে আশাব্যঞ্জক কিছু শোনা যাবে বলে অপেক্ষা ভক্তদের। কারণ এখানে বিশেষ অতিথি তালিকায় আছে বিএফডিসির ব্যবস্থাপনা পরিচালক তপন কুমার ঘোষের নাম।

সালমান শাহর ৪৫তম জন্মবার্ষিকী ছিলো গত ১৯ সেপ্টেম্বর। এ উপলক্ষে সালমান শাহ স্মৃতি পরিষদ উৎসবটির আয়োজন করেছে। এখানে থাকছে আলোচনা সভা, কেক কাটা, সম্মাননা প্রদান ও সাংস্কৃতিক অনুষ্ঠান। উৎসব শুরু হবে বিকেল ৫টায়। এর প্রধান অতিথি মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক। উদ্বোধন করবেন সাবেক তথ্য ও সংস্কৃতি মন্ত্রী সৈয়দ দিদার বখত।

বিশেষ অতিথি হিসেবে আরও থাকবেন পরিচালক সোহানুর রহমান সোহান, চলচ্চিত্র পরিচালক সমিতির মহাসচিব মুশফিকুর রহমান গুলজার। প্রধান আলোচক থাকছেন রেদুয়ান খন্দকার। সভাপতিত্ব করবেন সালমান শাহ স্মৃতি পরিষদের সভাপতি এসএম শফি।

আলোচনা ও সাংস্কৃতিক অনুষ্ঠানে অংশ নেবেন চিত্রনায়ক শাকিব খান, ওমর সানি ও চিত্রনায়িকা মৌসুমী। এ ছাড়া থাকবেন চলচ্চিত্রাঙ্গনের নবীন-প্রবীণ শিল্পী-নির্মাতারা। সাংস্কৃতিক অঙ্গনে অবদানের জন্য প্রদান করা হবে বিশেষ সম্মাননা।

১৯৭১ সালের ১৯ সেপ্টেম্বর নানাবাড়ি সিলেটের দাড়িয়া পাড়ায় জন্মেছিলেন সালমান শাহ। সোহানুর রহমান সোহান পরিচালিত ‘কেয়ামত থেকে কেয়ামত’ ছবির মাধ্যমে বড়পর্দায় অভিষেক হয় তার। মাত্র তিন বছরে তিনি অভিনয় করেন ২৭টি ছবিতে। ১৯৯৬ সালের ৬ সেপ্টেম্বর রহস্যজনকভাবে মারা যান সালমান শাহ।

আরও পড়ুন>>>
* এফডিসিতে সালমান শাহ উৎসব ২৯ সেপ্টেম্বর
* সালমান শাহ স্মরণে নাচলেন ফেরদৌস
* সালমান শাহ স্মরণে…
* সালমান শাহ ফ্যান ক্লাবের কথা
* ব্যানারেই সীমাবদ্ধ সালমান শাহ স্মরণ!
* সালমান শাহকে নিয়ে পাগলামির অনন্য উদাহরণ
* এফডিসিতেই নেই সালমান শাহ!

বাংলাদেশ সময় : ১৫৩২ ঘণ্টা, সেপ্টেম্বর ২৮, ২০১৬
জেএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।