ঢাকা, বৃহস্পতিবার, ২৭ অগ্রহায়ণ ১৪৩১, ১২ ডিসেম্বর ২০২৪, ০৯ জমাদিউস সানি ১৪৪৬

বিনোদন

সিয়াম-টয়ার প্রথম স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৫৫ ঘণ্টা, সেপ্টেম্বর ২৭, ২০১৬
সিয়াম-টয়ার প্রথম স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র সিয়াম আহমেদ ও মুমতাহিনা টয়া

ছোটপর্দার এ সময়ের দুই অভিনয়শিল্পী সিয়াম আহমেদ ও মুমতাহিনা টয়া প্রথমবার স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্রে অভিনয় করতে যাচ্ছেন। টাইগার মিডিয়ার প্রযোজনায় ‘বখাটে’ নামের ছবিটি পরিচালনা করবেন স্বরাজ।

স্বল্পদৈর্ঘ্যে কাজ করা প্রসঙ্গে টয়া বাংলানিউজকে বললেন, ‘সিয়ামের সঙ্গে বেশ কয়েকটি নাটক করেছি। আমরা এবার স্বল্পদৈর্ঘ্য ছবিতে অভিনয় করতে যাচ্ছি। এখানে আমাকে স্কুলপড়ুয়া আর সিয়ামকে দেখা যাবে পাড়ার বখাটে তরুণের ভূমিকায়। একসময় এই দুই ছেলেমেয়ের মধ্যে প্রেম হয়। ’

‘বখাটে’র দৃশ্যধার শুরু হবে আগামী ২ অক্টোবর থেকে। প্রিয়াংকা শুটিং হাউজসহ বসুন্ধরা আবাসিক এলাকার তিনশ ফিট সড়ক সংলগ্ন এলাকায় এর কাজ চলবে দুই দিন।

সম্প্রতি দীর্ঘ এক বছর পর দেশে ফিরে ঈদুল আজহার বেশ কয়েকটি কাজ করেন সিয়াম। এর মধ্যে ‘স্বপ্ন যাবে বাড়ি’ টেলিছবিতে তার সঙ্গে অভিনয় করেছেন টয়া।

বাংলাদেশ সময়: ১৪৩৬ ঘণ্টা, সেপ্টেম্বর ২৭, ২০১৬
জেএমএস/জেএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।