ঢাকা, বৃহস্পতিবার, ২৭ অগ্রহায়ণ ১৪৩১, ১২ ডিসেম্বর ২০২৪, ০৯ জমাদিউস সানি ১৪৪৬

বিনোদন

১১ বছর প্রেমের পর ছাড়াছাড়ি

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৩৩ ঘণ্টা, সেপ্টেম্বর ২৭, ২০১৬
১১ বছর প্রেমের পর ছাড়াছাড়ি নাওমি ওয়াটস ও লিভ শ্রেইবার

গত সপ্তাহে হলিউডের হেভিওয়েট দম্পতি ব্র্যাড পিট ও অ্যাঞ্জেলিনা জোলির হঠাৎ বিয়েবিচ্ছেদের ঘোষণায় থমকে যায় বিশ্ব বিনোদন। এবার এলো হলিউড জুটি নাওমি ওয়াটস ও লিভ শ্রেইবারের ছাড়াছাড়ির খবর।

১১ বছর প্রেমের পর আলাদা হয়ে গেলেন তারা।

সোমবার (২৬ সেপ্টেম্বর) এক বিবৃতিতে সম্পর্কের ইতি টানার ঘোষণা দিয়ে ৪৭ বছর বয়সী ওয়াটস ও ৪৮ বছর বয়সী শ্রেইবার বলেছেন, ‘পরিবারের মঙ্গলের জন্যই আমরা আলাদা হয়েছি। তবে সন্তানদের কথা ভেবে সম্পর্কের নতুন অধ্যায় শুরু করছি। মন থেকেই একে অপরের প্রতি ভালোবাসা, শ্রদ্ধা ও বন্ধুভাবাপন্ন থাকবো আমরা। ’ নিজেদের দুই সন্তানের জন্য গোপনীয়তা বজায় রাখার আহ্বানও জানিয়েছেন উভয়ে।

অস্ট্রেলীয় অভিনেত্রী নাওমি ওয়াটস দু’বার অস্কার মনোনয়ন পেয়েছেন। ২০০৫ সাল থেকে ‘রে ডনোভ্যান’ সিরিজখ্যাত লিভের সঙ্গে এক ছাদের নিচে থাকছেন তিনি। তবে দু’জনের কেউই কখনও বিয়ে করেননি। নাওমি এর আগে প্রয়াত অস্ট্রেলীয় অভিনেতা হিথ লেজারের সঙ্গে প্রেম করেছেন।

ওয়াটস ও শ্রেইবার অভিনীত ‘দ্য ব্লিডার’ ছবিটি মুক্তির অপেক্ষায় আছে। আগামী মাসে ব্রডওয়েতে ‘ডেঞ্জারাস রিলেশনশিপ’ নামের একটি নাটকে অভিনয় করবেন লিভ। এতে তাকে দেখা যাবে এলোমেলো ফরারি ব্যক্তির ভূমিকায়।

বাংলাদেশ সময়: ১৪২২ ঘণ্টা, সেপ্টেম্বর ২৭, ২০১৬
জেএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।