ঢাকা, বৃহস্পতিবার, ২৭ অগ্রহায়ণ ১৪৩১, ১২ ডিসেম্বর ২০২৪, ০৯ জমাদিউস সানি ১৪৪৬

বিনোদন

লাকী আখন্দের গানের ভিডিওতে তুষি

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭০৬ ঘণ্টা, সেপ্টেম্বর ২৬, ২০১৬
লাকী আখন্দের গানের ভিডিওতে তুষি নাজিফা তুষি, ছবি: নূর-বাংলানিউজটোয়েন্টিফোর.কম

টেলিভিশনের পর রূপালি পর্দায় অভিষেক হয়েছে ‘আইসক্রিম’ ছবির মাধ্যমে, এবার মিউজিক ভিডিওতে মডেল হলেন ‘লাক্স-চ্যানেল আই সুপারস্টার’ প্রতিযোগিতা থেকে পরিচিতি পাওয়া নাজিফা তুষি। গানটি হলো লাকী আখন্দের কালজয়ী গান ‘আগে যদি জানিতাম তবে মন ফিরে চাইতাম’।

সোমবার (২৬ সেপ্টেম্বর) বিকেলে ইউটিউবে উন্মুক্ত হয়েছে এটি।

গানটির কথা যৌথভাবে লিখেছেন লাকী আখন্দ ও ফেরদৌস ওয়াহিদ। মূল শিল্পী তারাই। সুর করেছেন লাকী আখন্দ। চিকিৎসাধীন এই সুরস্রষ্টাকে উৎসর্গ করে গানটির ভিডিওচিত্র নির্মাণ করেছেন রেদওয়ান রনি। এতে তুষির পাশাপাশি মডেল হয়েছেন তার ‘আইসক্রিম’ ছবির সহশিল্পী রাজ। এ নিয়ে দ্বিতীয়বারের মতো জুটি বাঁধলেন তারা।  

নিজের নতুন সংগীতায়োজনে এতে কণ্ঠ দিয়েছেন লিমন। তারই সংগীতে লাকী আখন্দের আরেক জনপ্রিয় গান ‘আবার এলো যে সন্ধ্যা’র ভিডিও নির্মাণ করেছেন রেদওয়ান রনি। এতে মডেল হয়েছেন অগ্নিলা ও আজাদ।  

সামনে আসবে লাকী আখন্দের আরেক গান ‘আমায় ডেকো না’র ভিডিও। তার চিকিৎসা সহায়তায় ভিডিওগুলো তৈরির উদ্যোগ নিয়েছে প্রাণ ফুডস লিমিটেড।  

* ‘আগে যদি জানিতাম’ গানের ভিডিও :

বাংলাদেশ সময়: ১৬৪৯ ঘণ্টা, সেপ্টেম্বর ২৬, ২০১৬
এসও/জেএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।