ঢাকা, বৃহস্পতিবার, ২৭ অগ্রহায়ণ ১৪৩১, ১২ ডিসেম্বর ২০২৪, ০৯ জমাদিউস সানি ১৪৪৬

বিনোদন

দীপিকার যেমন জীবনসঙ্গী চাই

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১২৬ ঘণ্টা, সেপ্টেম্বর ২৬, ২০১৬
দীপিকার যেমন জীবনসঙ্গী চাই দীপিকা পাড়ুকোন

বলিউড অভিনেত্রী দীপিকা পাড়ুকোনকে লাজুক মেয়ে হিসেবেই জানে সবাই। নিজের ব্যক্তিজীবনকে একান্তে রাখতেই ভালো লাগে তার।

তবে ‘ভোগ বিএফএফএস’ শিরোনামের নতুন টক শোতে জীবনের কয়েকটি আকর্ষণীয় দিক নিয়ে মুখ খুলেছেন তিনি।  

মনের মতো কেমন জীবনসঙ্গী চাই, কার জন্য পাগল আর প্রথম চুম্বন করেছিলেন কাকে, এসব নিয়ে আড্ডা দিয়েছেন দীপিকা। ৩০ বছর বয়সী এই তারকা জানান, তার প্রেমিকের মধ্যে তিনটি গুণাবলি থাকতে হবে। রসিক, চোখে পড়ার মতো উচ্চতা ও ভালো মনের মানুষকেই জীবনসঙ্গী হিসেবে বেছে নেবেন তিনি।  

কোন তারকার জন্য তিনি পাগল জানতে চাইলে দীপিকা উল্লেখ করেন হলিউড তারকা ব্র্যাডলি কুপারের নাম। সবশেষে প্রথম চুম্বন প্রসঙ্গে চালাকি করে এড়িয়ে যেতে তিনি জানান, ১ থেকে তিন বছর বয়সে এ অভিজ্ঞতা হয়েছে তার! তিনি কে? দীপিকার উত্তর, ‘কে আবার? অবশ্যই আমার মা-বাবা। ’

বাংলাদেশ সময়: ১১০১ ঘণ্টা, সেপ্টেম্বর ২৬, ২০১৬
জেএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।